এক্সপ্লোর
Advertisement
দাউদকে দেশে ফিরিয়ে ভোটে ফায়দা তুলতে চাইছে বিজেপি, কী শর্তে, 'দর কষাকষি' করছে গ্যাংস্টারও! দাবি রাজ ঠাকরের
নয়াদিল্লি: মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী দাউদ ইব্রাহিমকে ভারতে ফিরিয়ে এনে সামনের নির্বাচনগুলিতে ফায়দা তুলতে চাইছে বিজেপি। আর সে-ও এতটাই অসুস্থ, বিধ্বস্ত যে ভারত সরকারের সঙ্গে দেশে প্রত্যাবর্তনের শর্তের ব্যাপারে 'দর কষাকষি' করছে দাউদও! এমনই চাঞ্চল্যকর দাবি করলেন রাজ ঠাকরে।
মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রতিষ্ঠাতা রাজের বক্তব্য, ১৯৯৩-এর মুম্বই বিস্ফোরণ মামলার প্রধান অভিযুক্ত এই অপরাধীর বাসনা, 'জীবনের শেষ কটা দিন' নিজের দেশে কাটাবে, তাই নিরাপদে ফেরার রাস্তা সুগম করতে কেন্দ্রের সরকারের সঙ্গে রফা করতে চাইছে। দাউদ 'খুবই অসুস্থ', কার্যত 'পঙ্গু' বলেও দাবি করেন রাজ।
ফেসবুকে আত্মপ্রকাশ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে রাজ বলেন, দাউদ সেটিং করে ফেলতে চাইছে। আর ওকে দেশে ফিরিয়ে এনে তার কৃতিত্ব পেতে চাইছে বিজেপিও। তাতে ভোটে ফায়দা হতে পারে। ব্যাপারটা সেদিকেই এগচ্ছে।
গত সপ্তাহে ব্রিটেনে দাউদের সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার খবরের প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ কেরলে এক অনুষ্ঠানের ফাঁকে বলেছিলেন, দাউদের ব্যাপারে কিছু বলবই না। একটা কিছু হচ্ছে। এখনই ঝোলা থেকে বিড়াল বেরিয়ে পড়ুক, সেটা হতে দিতে পারি না।
১৯৯৩-এ মুম্বই শহর কেঁপে উঠেছিল পরপর বিস্ফোরণে, যার বলি হন ২৫৭ জন। বিস্ফোরণ দাউদের কাজ বলে দাবি ভারতের। তারপর দীর্ঘদিন ধরে তার পাকিস্তানের করাচিতে সুরক্ষা বলয়ে থাকার স্পষ্ট প্রমাণ আছে বলে জানিয়েছে ভারত। রাষ্ট্রপুঞ্জও দাবি সমর্থন করেছে। পাকিস্তান দাউদকে আদর-যত্ন করে রেখে দিয়েছে, ভারতের এই অভিযোগের সমর্থনে ব্রিটেনের আর্থিক নিষেধাজ্ঞা সংক্রান্ত শাখাও তার করাচির তিনটি নথিভুক্ত ঠিকানার উল্লেখ করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
Advertisement