এক্সপ্লোর
Advertisement
২০০৫-এ শ্রমজীবী এক্সপ্রেসে বিস্ফোরণ, মৃত্যুদণ্ড বাংলাদেশি হুজি জঙ্গির
জৌনপুর (উত্তরপ্রদেশ): ২০০৫-এ শ্রমজীবী এক্সপ্রেস ট্রেনে বিস্ফোরণ মামলায় মৃত্যুদণ্ড গতকাল দোষী সাব্যস্ত হওয়া বাংলাদেশি নাগরিকের। আলমগীর ওরফে রনি নামে ওই হুজি জঙ্গির মৃত্যুদণ্ড ঘোষণার পাশাপাশি ৭ লক্ষ টাকা জরিমানাও ধার্য করে করেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক বুদ্ধিরাম যাদব। মামলার আরেক অভিযুক্ত উবেদুর রহমান ওরফে বাবুর ব্যাপারে রায় ঘোষণা হবে ২ আগস্ট।
২০০৫ –এর ২৮ জুলাই উত্তরপ্রদেশের জৌনপুরের কাছে পটনা থেকে নয়াদিল্লিগামী শ্রমজীবী এক্সপ্রেসে বিস্ফোরণে ১২ জন নিহত হন। জখম হন অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানান, জৌনপুরে সাদা স্যুটকেস সঙ্গে নিয়ে ট্রেনে উঠেছিল দুজন। কিন্তু কিছুক্ষণ বাদেই ট্রেন থেকে লাফিয়ে নেমে ছুট দেয় তারা। তার কয়েক মিনিট বাদেই ঘটে বিস্ফোরণ। কামরার শৌচাগারে আরডিএক্স রেখে দেওয়া হয়েছিল। তারপরই রনি, উবেদুর ছাড়াও নাফিকুল বিশ্বাস, সোহাগ আলি ওরফে হিলাল—এই চারজন গ্রেফতার হয়। চারজনই বাংলাদেশি, হুজির সদস্য। নাফিকুল, হিলাল অন্য এক মামলার সূত্রে হায়দরাবাদের জেলে রয়েছে। মামলার আরেক অভিযুক্ত শরিফ পলাতক। মামলার বিচার চলার মধ্যেই মারা যায় গুলাম রাজদানি ও সঈদ নামে দুই অভিযুক্ত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement