এক্সপ্লোর
Advertisement
রাজঘাটে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে সত্যাগ্রহ কংগ্রেসের, সংবিধানের প্রস্তাবনা পাঠ সনিয়া, মনমোহন ও রাহুলের
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আজ কংগ্রেস সত্যাগ্রহে বসেছে রাজঘাটে। সত্যাগ্রহে যোগ দিয়েছেন দলের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী, সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী ও ওয়ার্কিং কমিটির সদস্যরা সহ দলের শীর্ষ নেতারা। সত্যাগ্রহে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন সনিয়া, মনমোহন ও রাহুল।
নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আজ কংগ্রেস সত্যাগ্রহে বসেছে রাজঘাটে। সত্যাগ্রহে যোগ দিয়েছেন দলের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী, সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী ও ওয়ার্কিং কমিটির সদস্যরা সহ দলের শীর্ষ নেতারা। সত্যাগ্রহে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন সনিয়া, মনমোহন ও রাহুল।
সংশোধিত নাগরিকত্ব আইনকে অসাংবিধানিক আখ্যা গিয়ে বিরোধিতা করছে কংগ্রেস। প্রিয়ঙ্কা শনিবার এক বিবৃতিতে নতুন নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি)-কে সংবিধানের মৌলিক চিন্তাভাবনার পরিপন্থী আখ্যা দিয়ে দাবি করেছিলেন যে, মানুষের কণ্ঠস্বর ধামাচাপা দিতে সরকার স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, এনআরসি-র নামে দরিত্রদের প্রতারিত করা হবে। কংগ্রেস সংগঠনের মহাসচিব কেসি বেণুগোপাল জানিয়েছিলেন যে, সোমবার মহাত্মা গাঁধীর সমাধিস্থলে কাছে সত্যাগ্রহ করা হবে। তিনি দাবি করেছিলেন, কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্যগুলি যুবক ও ছাত্রদের বিরুদ্ধে বলপ্রয়োদ করছে। এতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।Delhi: Congress interim President Sonia Gandhi arrives at Raj Ghat where the party is staging protest against #CitizenshipAmendmentAct. https://t.co/QkcH1ad359 pic.twitter.com/BM3UfaGJO4
— ANI (@ANI) December 23, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ইন্ডিয়া
Advertisement