এক্সপ্লোর
Advertisement
‘মন কি বাত’ নয়, ‘জন কি বাত’-এ চলবে দেশ, কেজরিবালকে শুভেচ্ছা জানিয়ে মোদি,বিজেপিকে কটাক্ষ উদ্ধব ঠাকরের
দিল্লির বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের জন্য আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিবালকে অভিনন্দন জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিবালকে অভিনন্দন জানাতে গিয়ে প্রাক্তন জোট শরিক বিজেপিকে খোঁচাও দিয়েছেন শিবসেনা নেতা। উদ্ধব বলেছেন, এবারের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (আপ)-এর জয়ের জন্য অরবিন্দ কেজরিবালও দিল্লির জনতাকে অভিনন্দন।
মুম্বই: দিল্লির বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের জন্য আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিবালকে অভিনন্দন জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিবালকে অভিনন্দন জানাতে গিয়ে প্রাক্তন জোট শরিক বিজেপিকে খোঁচাও দিয়েছেন শিবসেনা নেতা। উদ্ধব বলেছেন, এবারের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (আপ)-এর জয়ের জন্য অরবিন্দ কেজরিবালও দিল্লির জনতাকে অভিনন্দন। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি বলেছেন, দিল্লির ভোটাররা দেখিয়ে দিয়েছেন, দেশ ‘মন কি বাত’-এ নয়, চলবে ‘জন কি বাত’-এ। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর মাসিক রেডিও ভাষণ ‘মন কি বাত’-এর প্রসঙ্গ উল্লেখ করে খোঁচা দিয়েছেন তিনি।
ভোটের প্রচারে কেজরিবালকে সন্ত্রাসবাদী বলায় বিজেপির তীব্র সমালোচনা করেছেন উদ্ধব। তিনি বলেছেন, বিজেপি কেজরিবালকে ‘সন্ত্রাসবাদী’ বলেছিল, কিন্তু তাঁকে ভোটে হারাতে পারল না।
উদ্ধব বলেছেন, ‘জাতীয়তাবাদের ধুয়ো তুলেও মানুষের জন্য কাজের ইস্যুকে হারানো যায়নি। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকারের তাবড় নেতারা পূর্ণ শক্তি দিয়ে ময়দানে নেমেছিলেন। বড়বড় তারকাদেরও ভোটের ময়দানে নামানো হয়েছিল। অরবিন্দ কেজরীবালের সঙ্গে সন্ত্রাসবাদীর তুলনা করা হয়েছিল। মূল বিষয়গুলি থেকে নজর ঘোরাতে আন্তর্জাতিক ইস্যুকে ভোটের প্রচারের হাতিয়ার জনতাকে বিভ্রান্ত করার কৌশল নেওয়া হয়েছিল। এ সব সত্ত্বেও কেজরিবালকে হারানো সম্ভব হল না। জনতা আপ-এর পাশে দাঁড়িয়ে গণতন্ত্রের প্রতি আস্থাকেই আরও মজবুত করেছেন। মহারাষ্ট্র ও শিবসেনার পক্ষ থেকে কেজরিবাল ও দিল্লির জনতাকে আন্তরিক অভিনন্দন। ভবিষ্যতের জন্য কেজরিবালকে শুভেচ্ছা’।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
ফুটবল
ব্যবসা-বাণিজ্যের
Advertisement