এক্সপ্লোর
Advertisement
বিহারে অ্যাম্বুলেন্স না পেয়ে অটোয় হাসপাতাল যাওয়ার পথে প্রসব, সদ্যোজাতর মৃত্যু
পটনা: স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স দিতে অস্বীকার করে। ফলে অটো রিকশা চড়েই ২৫ কিমি দূরের হাসপাতালে যাওয়ার চেষ্টা করেছিলেন আসন্নপ্রসবা। কিন্তু পথে অটোর মধ্যেই সন্তানের জন্ম হয়। সদ্যোজাতকে বাঁচানো সম্ভব হয়নি। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিহারের মুজফফরপুরে।
রেখা দেবী নামে ওই মহিলার আত্মীয়রা জানিয়েছেন, মুসাহারি ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে সন্তান জন্ম দেওয়ার পরিকাঠামো নেই। প্রসবযন্ত্রণা বাড়ায় রেখাকে মুজফফরপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। কিন্তু স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স দিতে রাজি হয়নি। ফলে অটোতেই নিয়ে যেতে বাধ্য হন তাঁরা। ভাঙাচোরা রাস্তায় যাওয়ার ধকল সহ্য করতে পারেননি রেখা। ফলে পথেই সন্তানের জন্ম দিতে বাধ্য হন তিনি। সেই সন্তান জন্মেই মারা যায়। স্বাস্থ্যকেন্দ্র থেকে অ্যাম্বুলেন্স পাওয়া গেলে এই পরিণতি হত না।
বিহারে এর আগেও স্বাস্থ্যক্ষেত্রে উপযুক্ত পরিকাঠামো না থাকার ফলে ভুগতে হয়েছে মানুষকে। কিছুদিন আগে মুজফফরপুরেই মেডিক্যাল টেস্টের রিপোর্ট না থাকায় এক অন্তঃসত্ত্বাকে ভর্তি নিতে অস্বীকার করেন চিকিৎসক। ফলে সদর হাসপাতালের বারান্দায় সন্তানের জন্ম দিতে বাধ্য হন ওই মহিলা। এবার আরও মর্মান্তিক পরিণতি দেখা গেল। রেখাকে অ্যাম্বুলেন্স না দেওয়া নিয়ে মুখ খুলছেন না চিকিৎসকরা। যদিও তাঁরা স্বীকার করছেন, অ্যাম্বুলেন্স পেলে সদ্যোজাতকে বাঁচানো সম্ভব হত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement