এক্সপ্লোর
Advertisement
মেলেনি বখশিস, বদলা নিতে প্রসূতির সেলাই আটকে দিল নার্স
সোনেপত: বাচ্চা হয়েছে, বখশিস মেলেনি। এই রাগে হরিয়ানার সোনেপতের এক নার্স প্রসূতির শরীরে সেলাই করতে দেয়নি বলে খবর। অপরাধী নার্সকে প্রত্যন্ত এলাকার হাসপাতালে বদলি করে দেওয়া হয়েছে।
সোনেপত সিভিল হাসপাতালের ঘটনা। গর্ভ যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন ৩১ বছরের সঙ্গীতা সিংহ। সন্তান হয়ে গেলে সীমা দেবী নামে এক নার্স নির্বিঘ্নে প্রসবের জন্য বখশিস চান তাঁর কাছে। কিন্তু তাঁকে টাকা দিতে রাজি হননি তিনি বা তাঁর পরিবার।
স্বাভাবিক প্রসব হওয়ায় পরদিন সঙ্গীতাকে ছেড়ে দেওয়া হয়। ২ দিন পর ফের শুরু হয় যন্ত্রণা। চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরীক্ষা নিরীক্ষার পর সংশ্লিষ্ট চিকিৎসক তাঁর বাড়ির লোককে জানান, প্রসবের পর সেলাই না করেই সঙ্গীতাকে ছেড়ে দেওয়া হয়েছে, সে কারণে এই যন্ত্রণা। নার্সের বখশিস চাওয়ার কথা জানালে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে সে ব্যাপারে জানাতে বলেন।
প্রিন্সিপাল মেডিক্যাল অফিসার জানিয়েছেন এ ব্যাপারে তদন্ত হবে। হাসপাতালের প্রত্যেক কর্মীকে সাবধান করা হয়েছে। বখশিস চাওয়া নার্সকে ট্রান্সফার করা হয়েছে প্রত্যন্ত এলাকার হাসপাতালে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement