ঋণ দিচ্ছে না ব্যাঙ্ক, ধার শোধ করতে কিডনি বিক্রি করবেন কৃষক!
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার শংসাপত্র দেখানো সত্ত্বেও কোনও ব্যাঙ্কই তাঁকে ঋণ দিতে রাজি হয়নি।
![ঋণ দিচ্ছে না ব্যাঙ্ক, ধার শোধ করতে কিডনি বিক্রি করবেন কৃষক! Denied loan by banks, farmer puts up kidney sale ঋণ দিচ্ছে না ব্যাঙ্ক, ধার শোধ করতে কিডনি বিক্রি করবেন কৃষক!](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/05/17103115/kidney_2766748b.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সাহারানপুর: কৃষকের হাতে পোস্টার। তাতে লেখা, ‘কিডনি বিক্রি আছে’। এই ছবি বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশের। প্রশাসনের তরফে সাফাই, ‘এমন কোনও ঘটনার কথা জানা ছিল না, তদন্ত করে দেখব।’
সাহারানপুরের চত্তর সালি জেলার বাসিন্দা ৩০ বছরের রামকুমার কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অন্তর্গত একটি দুগ্ধ প্রকল্পের সূচনা করেন। আত্মীয় পরিজনদের থেকে টাকা ধার করে তিনি কয়েকটি গবাদি পশু কেনেন এবং তাদের রাখার জন্য একটি ছোট্ট গোশালাও তৈরি করেন। গবাদি পশুদের রোদবৃষ্টি থেকে বাঁচাতে মাথার ওপর ছাউনিও বানিয়ে দিয়েছেন। এরই মধ্যে টাকা ফেরত চাইতে শুরু করে পাওনাদাররা। কোনও উপায় না পেয়ে সরকারি ব্যাঙ্কগুলোর কাছে ঋণের আবেদন জানান রামকুমার। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার শংসাপত্র দেখানো সত্ত্বেও কোনও ব্যাঙ্কই তাঁকে ঋণ দিতে রাজি হয়নি। এমন অবস্থায় নিজের কিডনি বিক্রি করে ধার শোধ করার সিদ্ধান্ত নিয়েছেন সাহারানপুরের রামকুমার।
যদিও সাহারানপুরের ডিভিশনাল কমিশনার সঞ্জয় কুমার গোটা বিষয়টি জানার পর পিটিআইকে বলেন, এমন কিছু বিষয় তাঁর জানা ছিল না, এই মাত্র জেনেছেন। রামকুমারকে কেন ঋণ দেওয়া হয়নি তা তদন্ত করে দেখবেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)