পাঁচকুলা হিংসা: সন্দেহভাজনদের ছবি প্রকাশ হরিয়ানা পুলিশের
![পাঁচকুলা হিংসা: সন্দেহভাজনদের ছবি প্রকাশ হরিয়ানা পুলিশের Dera Violence Police Release Photos Of Panchkula Violence পাঁচকুলা হিংসা: সন্দেহভাজনদের ছবি প্রকাশ হরিয়ানা পুলিশের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/08/28163751/dera-sirsa-follower-attacked-media.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চণ্ডীগড়: ডেরা সচ্চা সৌদা প্রধান রাম রহিমের রায় বের হওয়ার পর ঘটে যাওয়া পাঁচকুলা হিংসার ছবি প্রকাশ করল হরিয়ানা পুলিশ।
এদিন পুলিশের তরফে ১০টি ছবি প্রকাশ করে জানানো হয়েছে, হিংসায় জড়িতদের খোঁজ বা তথ্য দিতে পারলে, পুরস্কৃত করা হবে। একইসঙ্গে, পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ।
জোড়া ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত ২৫ অগাস্ট, পাঁচকুলায় হিংসা ছড়িয়ে পড়ে। হিংসায় কারা মদত বা উস্কানি দিচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে, পাথর ছুঁড়ছে--সবকিছু ছবিতে দেখানো হয়েছে। দুদিন আগে, সোমবার, ৪৩ জনের ‘ওয়ান্টেড’ তালিকা প্রকাশ করেছিল হরিয়ানা পুলিশ। সেই তালিকায় সবার ওপরে নাম রয়েছে হনিপ্রীত ইনসানের। তার আগে, হনিপ্রীতের নামে লুকআউট নোটিসও জারি করা হয়। তাঁর খোঁজে জোরকদমে চলছে তল্লাশি।
গত ২৫ তারিখের ওই হিংসায় পাঁচকুলায় ৩৫ জনের মৃত্যু হয়েছিল। সিরসায় মৃত্যু হয়েছিল ৬ জনের। আহত হয়েছিলেন পাঁচ শতাধিক। হরিয়ানা পুলিশ সাধারণ নাগরিক ও সংবাদমাধ্যমের কাছে অনুরোধ করেছে, হিংসার কোনও ছবি বা ভিডিও থাকলে, তা পুলিশকে দিতে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)