এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
ডেরা হিংসা: হনিপ্রীত সহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দায়ের করল সিট
চণ্ডীগড়: হরিয়ানা পুলিশের বিশেষ তদন্তকারী দল গত ২৫ অগাস্ট পঞ্চকুলা এবং শিরসায় হিংসা ছড়ানোর অভিযোগে হনিপ্রীত ইনসান সহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দায়ের করল। ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংহকে দোষী ঘোষণা করার দিন পঞ্চকুলা ও শিরসার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেদিনের হিংসায় ৪১ জনের মৃত্যু হয়, জখম হয় বহু।
হনিপ্রীত, যিনি ডেরা প্রধানের পালিতা কন্যা, তাঁর বিরুদ্ধে এবং আরও এগারো জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির রাষ্ট্রদ্রোহিতা সহ অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অপর তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২১৬ ধারায় মামলা গঠন করা হয়েছে। এই তিনজন হনিপ্রীতকে নিরাপদ আশ্রয় দিয়েছিলেন, যখন তাঁকে পুলিশ হন্যে হয়ে খুঁজছিলেন। গত মাসে গ্রেফতারের আগে হনিপ্রীতের বিরুদ্ধে প্রথমে লুকআউট নোটিস জারি করেছিল হরিয়ানা পুলিশ। তারপর গ্রেফতারি পরোয়ানা বের করা হয়।
আরেক ডেরা সদস্য আদিত্য ইনসান, যিনি এইমুহূর্তে পলাতক তাঁর নামও সেদিনের হামলার চক্রান্ত করার তালিকায় রয়েছে, তাঁর নামও চার্জশিটে রয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে হনিপ্রীত অম্বলা সেন্ট্রাল জেলে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement