এক্সপ্লোর
আর কে নগর উপনির্বাচনে বড় ব্যবধানে জয় দিনকরণের

চেন্নাই: তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার কেন্দ্র আর কে নগরের উপনির্বাচনে ৪০ হাজারেরও বেশি ভোটে জিতে এআইএডিএমকে-কে বড়সড় ধাক্কা দিলেন শশীকলার ভাইপো নির্দল প্রার্থী টিটিভি দিনকরণ। জয় পেয়েই তাঁর হুঙ্কার, ‘আমিই প্রকৃত এআইএডিএমকে। তিন মাসের মধ্যে ক্ষমতাসীন পালানিস্বামী সরকারের পতন হবে।’ কুইনস মেরি কলেজে আজ সকাল আটটা থেকে শুরু হয় ভোটগণনা। ভোটগণনা যত শেষের দিকে এগোতে থাকে, নিকটতম প্রতিদ্বন্দ্বী এআইএডিএমকে প্রার্থী ই মধুসূদননের সঙ্গে তত ব্যবধান বাড়ে দিনকরণের। ১৯ রাউন্ড গণনার পর জানা যায়, মধুসূদনকে ৪০,৭০৭ ভোটে হারিয়ে দিয়েছেন দিনকরণ। ২০১৬ সালের বিধানসভা নির্বাচেন আর কে নগর কেন্দ্র থেকে ৩৯,৫৪৫ ভোটে জেতেন প্রয়াত জয়ললিতা। আজ তাঁর চেয়ে বেশি ভোটে জিতলেন দিনকরণ। জয়ললিতার মৃত্যুর পর শশীকলার ভাইপো দিনকরণ পিসির সঙ্গে হাত মিলিয়ে এডিএমকের ক্ষমতার কেন্দ্র হয়ে ওঠার চেষ্টার ত্রুটি করেননি। কিন্তু বাদ সাধে শশীকলার বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগ। তিনি জেলে চলে যাওয়ায় দিনকরণকে ঝেড়ে ফেলতে এডিএমকে নেতৃত্বর অসুবিধে হয়নি। ফলে নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য আর কে নগরের ভোট এডিএমকের মত দিনকরণের কাছেও কার্যত জীবন মরণ প্রশ্ন ছিল। জয় নিশ্চিত করতে তারা ভোটে দাঁড় করায় অভিজ্ঞ বর্ষীয়াণ নেতা ই মধুসূদননকে। কিন্তু দেখা যাচ্ছে, এডিএমকের অস্বস্তি বাড়িয়ে দিনকরণই হাসলেন শেষ হাসি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















