(Source: ECI/ABP News/ABP Majha)
অসুস্থ দিলীপ কুমার, ভর্তি মুম্বইয়ের হাসপাতালে
মুম্বই: অসুস্থ দিলীপ কুমার। মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৯৩ বছরের অভিনেতাকে। অবস্থা স্থিতিশীল।
সূত্রের খবর, পায়ে ব্যথায় কষ্ট পাচ্ছিলেন দিলীপ কুমার। ডান পা ফুলে যায়, সেইসঙ্গে জ্বর। লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। রাখা হয় আইসিউ-তে। এর আগে গত এপ্রিলেও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল দিলীপ কুমারকে।
স্ত্রী সায়রা বানু জানিয়েছেন, এখন তাঁর অবস্থা স্থিতিশীল। ভালো আছেন তিনি। চিন্তার কিছু নেই। আজ সকালে রক্ত পরীক্ষাও করা হয়েছে। উল্লেখ্য, সামনের ১১ ডিসেম্বর ৯৪ বছরে পা দেবেন পদ্ম বিভূষণ সম্মানে ভূষিত প্রবীণ এই অভিনেতা। স্ত্রী চান, জন্মদিনটা বাড়িতেই কাটান দিলীপ কুমার।
পঞ্চাশ-ষাটের দশকে ফিল্ম দুনিয়ায় উজ্জ্বলতম নাম দিলীপ কুমার। ‘আন’, ‘দাগ’, ‘দেবদাস’, ‘মধুমতি’, ‘মুঘলে আজম’, ‘রাম অউর শ্যাম’-এর মতো বিখ্যাত সব ছবিতে অভিনয় করেছেন। ১৯৯১ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন তিনি। ১৯৯৪ সালে পান দাদা সাহেব ফালকে পুরস্কার। ১৯৯৮ সালে সিনেমা জগত থেকে সরে আসেন। ২০১৫ সালে পদ্মবিভূষণ সম্মান প্রদান করা হয় তাঁকে।