এক্সপ্লোর
Advertisement
সার্জিক্যাল স্ট্রাইকের সিংহভাগ কৃতিত্বই প্রধানমন্ত্রীর, বললেন পর্রীকর
নয়াদিল্লি: সার্জিক্যাল স্ট্রাইকের সিংহভাগ কৃতিত্বই প্রধানমন্ত্রীর। বললেন মনোহর পর্রীকর। নরেন্দ্র মোদীরা নিয়ন্ত্রণ রেখা টপকে ভারতীয় সেনাবাহিনীর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি দমন অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্য পূরণে ব্যবহার করে অন্যায় রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন বলে বিরোধী শিবিরের তোলা অভিযোগের মধ্যেই সার্জিক্যাল স্ট্রাইকের পুরো কৃতিত্ব প্রধানমন্ত্রীকে দিলেন প্রতিরক্ষামন্ত্রী। সেইসঙ্গে বললেন, তাঁর নিজের বড় জোর অভিযানের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া ও তার প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিছু ভূমিকা ছিল।
২৮-২৯ সেপ্টেম্বরের মাঝের রাতে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে আসার পর একদিকে পাকিস্তান যেমন তা অস্বীকার করে আসছে, তেমনই দেশের ভিতরেও কোনও কোনও মহল থেকে সেই অভিযানের ভিডিও প্রকাশ করার দাবি উঠেছে। কংগ্রেসের অভিযোগ, অভিযান চালাল সেনা, কিন্তু মোদী ও তাঁর মন্ত্রীরা ঢাক পিটিয়ে এজন্য নিজেদের কৃতিত্ব দাবি করছেন। পাল্টা বিরোধীদের দিকে ধেয়ে এসেছে সরকারের সমালোচনার তির।
কংগ্রেসের সওয়াল, তারা ক্ষমতায় থাকাকালে তিনবার সীমান্ত পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে সেনা অভিযান চালানো হয়েছিল, কিন্তু একবারও সেজন্য নিজেদের সাফল্য প্রচার করেনি, যাতে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে বৈরিতা আরও না বাড়ে, এবং সেনাবাহিনীর কার্যকলাপের গোপনীয়তা বজায় থাকে।
যদিও বিরোধীদের তোপের মুখে দলীয় নেতা-মন্ত্রীদের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সংযম বজায় রাখতে, বুক বাজানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। তবে তার মধ্যেও গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেছেন, ভারত দুর্বল নয়, প্রমাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। বিজেপি সভাপতি অমিত শাহও সার্জিক্যাল স্ট্রাইককে ১০০ শতাংশ সফল আখ্যা দিয়ে বলেছেন, সেনাবাহিনীর সাহস, সিদ্ধান্ত পালনের ক্ষমতা অবশ্যই প্রশংসার যোগ্য, কিন্তু সাফল্যের মূলে রয়েছে প্রধানমন্ত্রীর ‘রাজনৈতিক সদিচ্ছা’।
এই প্রেক্ষাপটেই আজ মোদীকেই সামরিক অভিযানের মূল কাণ্ডারীর কৃতিত্ব দিলেন পর্রীকর। পাশাপাশি এ নিয়ে সংশয়ী বিরোধী শিবিরকে উদ্দেশ্য করেও বললেন, সার্জিক্যাল স্ট্রাইকের কৃতিত্ব প্রতিটি দেশবাসীর সঙ্গে ভাগ করে নেওয়ায় আমার কোনও আপত্তিই নেই, কেননা অভিযান করেছে আমাদের সেনাবাহিনী, কোনও রাজনৈতিক দল নয়। সব ভারতবাসী এর কৃতিত্বের ভাগীদার, এমনকী যারা অভিযান সত্যিই হয়েছে কিনা বলে সন্দেহ প্রকাশ করেছেন, তারাও।
প্রসঙ্গত, সার্জিক্যাল স্ট্রাইক হয়ইনি বলে পাকিস্তানের অস্বীকার উড়িয়ে তিনি বলেছিলেন, অস্ত্রোপচারের পর অ্যানেসথেশিয়ায় আচ্ছন্ন রোগীর মতো আচরণ করছে ওরা!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement