এক্সপ্লোর
পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ খেলা উচিত নয়, আর্জি শহিদ জওয়ানের পরিবারের

দেওরিয়া: আজ বার্মিহামে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারত মুখোমুখি হচ্ছে পাকিস্তানের। বিরাট কোহলি বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে ওই ম্যাচে যাতে না খেলে সেজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানাল বিএসএফের শহিদ জওয়ান প্রেম সাগরের পরিবার। উল্লেখ্য, বিএসএফের হেড কনস্টেবল প্রেম সাগরকে খুনের পর তাঁর অঙ্গচ্ছেদ করেছিল পাক বাহিনী। শহিদ জওয়ানের ছেলে ঈশ্বর চন্দ্র সাংবাদিকদের বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও পাকিস্তান ম্যাচের বিরোধিতা করছি আমরা। সরকারের অবশ্যই শহিদ পরিবারের যন্ত্রনার কথা বোঝা উচিত। পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ খেলা উচিত নয়। ওই দেশের সঙ্গে কোনও সম্পর্কও রাখা উচিত নয়। তিনি আরও বলেছেন, পাকিস্তানের সঙ্গে ম্যাচ না খেলার জন্য আমরা প্রধানমন্ত্রী ও বিসিসিআইয়ের কাছে আর্জি জানাচ্ছি। উল্লেখ্য, এক মাস আগে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে পাক বাহিনী নায়েব সুবেদার পরমজিত সিংহ এবং প্রেম সাগরকে হত্যা করে তাঁদের মুণ্ডচ্ছেদ করেছিল। ভারী গোলাগুলির আড়ালে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (ব্যাট) নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে প্রায় ২৫০ ঢুকে ওই জঘন্য হত্যাকাণ্ড চালিয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















