এক্সপ্লোর
Advertisement
পাকিস্তানকে টেনে গুজরাত ভোটে অনৈতিক ভাবে জেতার চেষ্টা হচ্ছে, মোদীকে কটাক্ষ শিবসেনার, 'ধিক্কার' পাওয়ারের
মুম্বই: পাকিস্তানকে টেনে গুজরাত ভোটে অনৈতিক ভাবে জেতার চেষ্টা করা হচ্ছে। পাকিস্তান গুজরাত বিধানসভা ভোটে মাথা গলিয়ে ভোটের ফল প্রভাবিত করার চেষ্টা করছে বলে জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তোলার অভিযোগের ব্যাপারে দলীয় মুখপত্র সামনা-য় এহেন কটাক্ষ করল শিবসেনা। ইদানীং কোনও ইস্যুতেই বড় শরিককে আক্রমণের সুযোগ ছাড়ছে না উদ্ধব ঠাকরের দল।
প্রধানমন্ত্রী রবিবার অভিযোগ করেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও কয়েকজন পাকিস্তানি কূটনীতিক কংগ্রেস নেতা মনিশঙ্কর আয়ারের বাসভবনে ডিনারে গোপন বৈঠক করেন, আর পরদিনই তাঁকে 'নীচ' বলেন আয়ার। এ ব্যাপারে শিবসেনা বলেছে, পাকিস্তান গুজরাত ভোটে কলকাঠি নাড়ার চেষ্টা করছে বলে মারাত্মক অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী মোদী। আমরা মোদীর উদ্বেগ বুঝতে পারছি। কিন্তু প্রধানমন্ত্রীর তো অভিযোগ তোলার নয়, ব্যবস্থা নেওয়ার কথা! কাশ্মীরের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গুজরাত। গতকাল পর্যন্ত পাকিস্তান কাশ্মীরে, চিন লেহ, লাদাখ, অরুণাচল প্রদেশে হস্তক্ষেপ করছিল। চিনা সেনারা সম্প্রতি সিকিম সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল। কিন্তু প্রধানমন্ত্রী গুজরাতে পাকিস্তানের হাত নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়লে তো শিবসেনাও হবে। প্রধানমন্ত্রী বলেছেন, পাক সেনার প্রাক্তন ডিজি আর্শাদ রফিক গুজরাতের মুখ্যমন্ত্রী পদে চান কংগ্রেস নেতা আহমেদ পটেলকে। প্রশ্ন হল, হিন্দু-মুসলিম বিভাজন ঘটিয়ে কেউ কি ভোটে জেতার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী তবে ব্যবস্থা নিন।
শিবসেনার কটাক্ষ, পায়ের তলা থেকে মাটি সরে গেলেই পাকিস্তান বা পলাতক অপরাধী দাউদ ইব্রাহিমকে সামনে আনা হয়। এটা নীতিহীন কাজ। বিহারের ভোটেও বিজেপি সভাপতি বলেছিলেন, নীতীশ কুমার জিতলে পাকিস্তানে বাজি ফাটবে, তা সত্ত্বেও নীতীশ বিজেপিকে শূন্য করে দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর কাছে যদি আয়ারের বাড়িতে দেশবিরোধী কাজের জন্য ডিনার বৈঠক হয়েছে বলে তথ্য থাকে, তবে তিনি অভিযোগ না তুলে যারা সেখানে ছিলেন, তাঁদের গ্রেফতার করে তদন্ত করান না। পাকিস্তান থেকে এ দেশে হস্তক্ষেপ হয়ে থাকলে ভারতীয় সেনা সেখানে ঢুকে ব্যবস্থা নিক।
শিবসেনার পাশাপাশি এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারও প্রধানমন্ত্রীকে তোপ দেগে বলেছেন, এমন অভিযোগ তোলায় আপনাকে ধিক্কার প্রধানমন্ত্রী। এ দেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আপনি অভিযোগ এনেছেন। প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী পাওয়ার আরও বলেন, মোদী সরকার কৃষকদের ও দেশের অন্যান্য সমস্যার সমাধান না করে গুজরাতে ভোটে বিভাজনের কৌশল হিসাবে পাকিস্তানকে টানছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement