এক্সপ্লোর
নিকোবরে দ্বীপপুঞ্জে ৫.১ তীব্রতার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

ফাইল ছবি
নয়াদিল্লি: মাঝারি মাপের ভূমিকম্প অনুভূত হল নিকোবর দ্বীপপুঞ্জে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.২।
ভারতীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন বিকেল ৫টা নাগাদ বঙ্গোপসাগরে অনূভূত হয় ওই ভূমিকম্প। উৎস ছিল সমুদ্রতল থেকে ১০ কিলোমিটার গভীরে। তবে, এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।
২০০৪ সালে ২৬ জানুয়ারি, আন্দামানে শক্তিশালী ৯.১ তীব্রতার ভূমিকম্প হয়। যার জেরে সুনামি আছড়ে পড়ে দেশের পূর্ব উপকূলবর্তী অঞ্চলে। এদিনের ভূমিকম্পের উৎসস্থল তার কাছেই ছিল বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞরা জানান, সমুদ্রতলে ভারত ও বর্মার টেকটনিক প্লেটের মধ্যে ঘর্ষনের ফলেই এদিনের ভূমিকম্প হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















