'টাকা নিন, ভোট দিন পদ্মে!' মন্তব্যে বিধিভঙ্গের অভিযোগ, পর্রীকরকে শো কজ কমিশনের
নয়াদিল্লি: গোয়ায় বিতর্কিত মন্তব্যের জের। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরকে শোকজ নোটিস দিল নির্বাচন কমিশন। পর্রীকরকে উদ্ধৃত করে আজ কমিশন জানিয়েছে, তিনি গত ২৯ জানুয়ারি গোয়ার চিমবেলে ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, কেউ ৫০০ টাকা নিলেও সমস্যা নেই। কিন্তু ভোটটা যেন পদ্মফুলেই (বিজেপির নির্বাচনী প্রতীক) পড়ে, সেটা নিশ্চিত হলেই চলবে। বিজেপির প্রথম সারির নেতা পর্রীকরের বিরুদ্ধে এহেন আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনেছেন আমআদমি পার্টি (আপ) আহ্বায়ক অরবিন্দ কেজরীবাল। অভিযোগ দায়ের করেছে গোয়া ফরোয়ার্ড পার্টিও। কমিশন প্রাথমিক ভাবে মনে করছে, পর্রীকরের মন্তব্য মডেল নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। তাঁকে নোটিসে শুক্রবার দুপুরের মধ্যে জবাব দিতে বলেছে কমিশন, নইলে তাঁকে আর কিছু না জানিয়ে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়ে দিয়েছে। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী পর্রীকরকে মডেল আচরণবিধির কথা মনে করিয়ে দিয়ে কমিশন বলেছে, তাঁর মন্তব্যটি ঘুষ দেওয়া নেওয়ায় উসকানি দেওয়ার সামিল, যা নির্বাচনী বিধির পরিপন্থী।