LIVE UPDATES: অস্ত্র ছিনিয়ে আক্রমণ, পুলিশের পাল্টা জবাবে মৃত চার অভিযুক্ত, জানালেন কমিশনার

Background
হায়দরাবাদ: হায়দরাবাদে পশু চিকিৎসক খুনের ঘটনায় ৪ অভিযুক্তকে আজ কাকভোরে এনকাউন্টারে গুলি করে মারল তেলঙ্গানা পুলিশ। হায়দরাবাদের পুলিশ কমিশনার এ কথার সত্যতা স্বীকার করেছেন। শোনা যাচ্ছে, তারা অভিযুক্তদের চিকিৎসক হত্যার ঘটনাস্থলে নিয়ে যাচ্ছিল, তখন তারা পালানোর চেষ্টা করে। এরপরই ৪৪ নম্বর জাতীয় সড়কের ওপর পুলিশ তাদের এনকাউন্টার করে দেয়।
২৭ নভেম্বর হায়দরাবাদের শামসাবাদ এলাকায় ৪ ট্রাক চালক ও খালাসি মিলে ২৫ বছর বয়সী ওই পশু চিকিৎসককে ধর্ষণ করে খুন করে বলে অভিযোগ। তারপর জ্বালিয়ে দেয় তাঁর দেহ। সিসিটিভি সূত্রে ধরা পড়ে অভিযুক্তরা। তারা অপরাধ স্বীকার করে নেয় বলে দাবি করে পুলিশ। অপরাধীদের দ্রুত ফাঁসির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।






















