এক্সপ্লোর
Advertisement
জম্মুর বিজেপি বিধায়কের বিরুদ্ধে মেয়েকে অপহরণের অভিযোগ করলেন প্রাক্তন সেনাকর্মী, প্রকাশ্যে এসে অভিযোগ ওড়ালেন তরুণী
জম্মু: জম্মুর আর এস পুরার বিজেপি বিধায়ক গগন ভগতের বিরুদ্ধে তাঁর মেয়েকে অপহরণের অভিযোগ আনলেন রাজিন্দর সিংহ নামে জনৈক প্রাক্তন সেনাকর্মী। যদিও ওই রাজনীতিক তো বটেই, সেনাকর্মীর মেয়েও প্রকাশ্যে এসে অভিযোগ অস্বীকার করেছেন।
ওই তরুণী পঞ্জাবের এক কলেজে আয়ুর্বেদিক ওষুধ ও সার্জারির ওপর স্নাতক স্তরে পড়াশোনা করেন। তাঁর বাবা রাজিন্দর সিংহ অভিযোগ করেন, তাঁদের এলাকা আর এস পুরার বিজেপি বিধায়ক গগন ভগত অপহরণ করেছেন তাঁকে। ২১ তারিখ তিনি মেয়ের হস্টেলে যান তাঁকে বাড়ি নিয়ে আসতে, গিয়ে শোনেন, ওই বিধায়ক ৮ মার্চই বাড়ির কাউকে কিছু না জানিয়ে তাঁকে নিয়ে চলে গিয়েছেন।
যদিও ভগত অস্বীকার করেছেন যাবতীয় অভিযোগ, তাঁর দাবি, তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য এমন কথা বলা হচ্ছে। তাঁর বক্তব্য, মেয়েটির ওপর সম্ভবত কোনও চাপ ছিল, তাই বাড়ি ফেরেননি তিনি, পরিবারের লোকজন অকারণে নিজেদের মেয়েরই বদনামের চেষ্টা করছেন। ওই তরুণীর পরিবার এখনও পুলিশে কেন অভিযোগ করেননি সেই প্রশ্নও তোলেন তিনি।
এর মধ্যে গতকাল রাতেই সংবাদমাধ্যমের সামনে আসেন ওই প্রাক্তন সেনাকর্মীর মেয়ে। বিজেপি বিধায়কের বিরুদ্ধে তাঁকে অপহরণের অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, পরিবারের লোকজন জোর করে তাঁর বিয়ে দিতে চায়, তাই পালিয়ে গিয়ে এক বন্ধুর সঙ্গে রয়েছেন তিনি। তাঁর বাড়ির লোক পিডিপিকে সমর্থন করেন, সম্ভবত সেই কারণেই ওই বিজেপি বিধায়কের বিরুদ্ধে তাঁরা অপহরণের অভিযোগ এনেছেন বলে তাঁর দাবি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement