এক্সপ্লোর
ফেসবুক মেসেঞ্জার ডাউন থাকল কিছুক্ষণ, মেসেজ চালাচালিতে সমস্যা গ্রাহকদের

নয়াদিল্লি: মেসেজিং অ্যাপ ফেসবুক মেসেঞ্জার ফের ডাউন হল। এরজন্য গ্রাহকরা মেসেজ পাঠাতে পারছিলেন না বা তাঁদের ইনবক্সে মেসেজ আসছিল না। শুধু মেসেঞ্জারেই নয়, ওয়েবভার্সনও ডাউন হয়ে যায়। সন্ধে সাড়ে ছয়টার পর পরিষেবা ফের স্বাভাবিক হয়। জানা গেছে, আজ সকাল ১১ টা নাগাদ ফেসবুকের মেসেঞ্জার সার্ভিস ডাউন হয়ে যায়। যদিও এর কারণ এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে সোশ্যাল মিডিয়ার গ্রাহকদের প্রতিক্রিয়া সামনে এসেছে।
I can't send or receive messages via @facebook #messanger. It says chat is currently unavailable. #facebookdown pic.twitter.com/58TxicbgCz
— Tharaka Samman (@TharakaSamman) December 5, 2017
মেসেজ পাঠানো বা মেসেজ পাওয়ার সমস্যার পাশাপাশি গ্রাহকদের চ্যাটও উধাও হয়ে যায়। অর্থাত্, এখন চ্যাটবক্স খুলে গ্রাহকরা কোনও পুরানো মেসেজ দেখতে পাচ্ছিলেন না। এর আগে গত সপ্তাহেই মেসেঞ্জার ডাউন হয়ে গিয়েছিল। সম্প্রতি হোয়াটস্যাপেও এই সমস্যা হয়েছিল। তবে আধঘন্টার মধ্যেই পরিষেবা চালু হয়েছিল। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















