মেয়ের বিয়ের টাকা করোনা তহবিলে দান, কিট দিয়ে সাহায্য প্রশাসনকে
মেয়ের বিয়ের জন্য জমানো ৫১ হাজার টাকাই তিনি করোনা মোকাবিলায় দান করেছেন।
লাতুর: ঠিক ছিল ৯ এপ্রিল মেয়ের বিয়ে হবে। লকডাউনের কারণে তা পিছিয়ে যায়। গত বৃহস্পতিবার সেই বিয়ে অনুষ্ঠিত হয়। পরিবারের কয়েকজন ছাড়া আর বিশেষ কেউ বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিল না। নমো নমো করে মেয়ের বিয়ে দিয়েছেন বিলাশ বোকে। তবে ‘দেশের অসুখে’ প্রশাসনের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন মহারাষ্ট্রের লাতুরের এই ব্যক্তি। মেয়ের বিয়ের জন্য জমানো ৫১ হাজার টাকাই তিনি করোনা মোকাবিলায় দান করেছেন। সঙ্গে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন ১২৫টি কিট সহ আরও প্রয়োজনীয় সামগ্রী।
জেলার ডেপুটি কালেক্টর প্রবীণ মেনশেত্তি বিকাশ বোকের মেয়ের বিয়েতে গিয়েছিলেন। বিকাশ বোকের মেয়ে গীতাঞ্জলির বিয়ে হয় স্বপনীল রেড্ডির সঙ্গে। ডেপুটি কালেক্টর প্রবীণ মেনশেত্তি বলেন, “এই দুঃসময়ে যেভাবে এই পরিবার গরিবদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আশা করি এই উদ্যোগ আরও অনেককে অনুপ্রাণিত করবে।”