এক্সপ্লোর
চুরি নয়, রেস্তোরাঁর দরজা ভেঙে ঢুকে ভাত ফুটিয়ে খেল ৫ ক্ষুধার্ত, অভিযোগ জানাচ্ছেন না দোকান মালিক
ঘটনাটি গুজরাতের জুনাগড়ের। সেখানকার বৈভব চকের গজানন্দ পরোটা হাউস নামের এক খাবারের দোকানে পরপর দুদিন শাটার ভেঙে ঢুকে পড়ে পাঁচ ব্যক্তি। কিন্তু মজার ব্যাপার হল, তারা কিছু চুরি করেনি।

রাজকোট: টানা লকডাউনে মানুষের অন্ন সংস্থানই দুরূহ হয়ে উঠছে। ক্ষুধার জ্বালায় এবার এক অভিনব কাণ্ড ঘটিয়ে ফেলল গুজরাতের পাঁচ ব্যক্তি। রাতের অন্ধকারে খাবারের দোকানের শাটার ভেঙে ঢুকে রান্না করে খেল পাঁচ ক্ষুধার্ত। তবে কিছু চুরি করেনি। তাই দোকান মালিকও পুলিশে কোনও অভিযোগ দায়ের করেননি। ঘটনাটি গুজরাতের জুনাগড়ের। সেখানকার বৈভব চকের গজানন্দ পরোটা হাউস নামের এক খাবারের দোকানে পরপর দুদিন শাটার ভেঙে ঢুকে পড়ে পাঁচ ব্যক্তি। কিন্তু মজার ব্যাপার হল, তারা কিছু চুরি করেনি। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই পাঁচজন রান্নাঘরে ঢুকে খোঁজাখুঁজি করছে। সিসিটিভি দেখে সেটা ঢাকাও দিয়ে দেয় তারা। পরের দিন দোকান খুলতে দেখা যায়, সমস্ত বাসনপত্র পরিপাটি করে ধোয়া। ওই পাঁচজন রান্নাঘরে ঢুকে ভাত ও আলু সিদ্ধ করে খেয়ে গিয়েছে। তবে কিছুই চুরি করেনি। দোকানের মালিক জানিয়েছেন, পরের দিন সকালে পাশের একটি দোকানের মালিক তাঁকে ফোন করে জানান যে, তাঁর দোকানের দরজা খোলা। তিনি তড়িঘড়ি পৌঁছে যান। ট্যাঙ্ক জানিয়েছেন, কোনও জিনিস খোওয়া না যাওয়ায় তিনি পুলিশে অভিযোগ করেননি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















