এক্সপ্লোর
ভারতীয় রেলে প্রথমবার কম্পিউটারের মাধ্যমে কর্মী নিয়োগের পরীক্ষা ৯ অগাস্ট
![ভারতীয় রেলে প্রথমবার কম্পিউটারের মাধ্যমে কর্মী নিয়োগের পরীক্ষা ৯ অগাস্ট First computer-based railway exam on August 9: Board ভারতীয় রেলে প্রথমবার কম্পিউটারের মাধ্যমে কর্মী নিয়োগের পরীক্ষা ৯ অগাস্ট](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/07/22163243/index.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ভারতীয় রেলে প্রথমবার কর্মী নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হবে কম্পিউটারের মাধ্যমে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান পদের জন্য পরীক্ষা হবে ৯ অগাস্ট। শূন্যপদ ২৬,৫০২। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৭.৫৬ লক্ষ। রেলের এক আধিকারিক জানিয়েছেন, প্রথম পর্যায়ের পরীক্ষার জন্য এ মাসের ২৬ তারিখ মক লিঙ্ক কার্যকর করা হবে। পরীক্ষার চার দিন আগে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ই-কল লেটার ডাউনলোড করা যাবে।
রেলের পক্ষ থেকে এক নোটিসে জানানো হয়েছে, ‘আরআরবি-র ওয়েবসাইটে লগ ইন করে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রের শহর, তারিখ ও সময় জানতে পারবেন। এছাড়া ই-কল লেটারও ডাউনলোড করা যাবে। তফশিলী জাতি ও উপজাতির পরীক্ষার্থীরা ওয়েবসাইট থেকে বিনামূল্যে যাতায়াতের পাশও ডাউনলোড করতে পারবেন। সাধারণ পরীক্ষার্থীদের জন্য এক ঘণ্টা এবং বিশেষভাবে সক্ষমদের জন্য ৮০ মিনিটের পরীক্ষা হবে। ৭৫টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের ক্ষেত্রে ১/৩ নেগেটিভ মার্কিং থাকবে।’
রেলবোর্ডের তথ্য ও প্রচার বিভাগের ডিরেক্টর রাজেশ বাজপেয়ী পরীক্ষার্থীদের সতর্ক করে বলেছেন, ‘আমরা সব পরীক্ষার্থীর কাছে আবেদন জানাচ্ছি, নিয়োগ সংক্রান্ত যে কোনও তথ্যের জন্য আরআরবি-র ওয়েবসাইট দেখুন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মেসেজগুলি ছড়িয়ে পড়ছে, তার ফাঁদে পা দেবেন না। দালাল ও চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র থেকে সাবধান থাকুন। আমরা শুধু মেধার ভিত্তিতে প্রার্থী নিয়োগ করি। আরআরবি-র ওয়েবসাইটে বাছাই করা প্রার্থীদের নাম দেওয়া হবে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)