এক্সপ্লোর
উস্তাদ বিসমিল্লা খানের বারাণসীর বাড়ি থেকে পাঁচটি রুপোর সানাই চুরি, এফআইআর দায়ের
![উস্তাদ বিসমিল্লা খানের বারাণসীর বাড়ি থেকে পাঁচটি রুপোর সানাই চুরি, এফআইআর দায়ের Five Silver Shehnais Of Ustad Bismillah Khan Stolen Fir Registered উস্তাদ বিসমিল্লা খানের বারাণসীর বাড়ি থেকে পাঁচটি রুপোর সানাই চুরি, এফআইআর দায়ের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/12/05025331/bismillah-khan.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বারাণসী: উস্তাদ বিসমিল্লা খানের বারাণসীর বাড়ি থেকে সানাইবাদকের পাঁচটি রুপোর সানাই সহ বহু উপহার ও স্মারকচিহ্ন চুরি গেছে। থানায় অভিযোগ দায়ের করেছেন বিসমিল্লা খানের পরিবার। রবিবার রাতে এই চুরির খবর প্রকাশ্যে আসে।
সানাইবাদকের ছেলে কাজিম হুসেন জানিয়েছেন, গত ৩০ নভেম্বর তিনি তাঁর পৈতৃক ভিটেয় গিয়েছিলেন। যখন তিনি সেখান থেকে রবিবার রাতে ফেরেন, তখন তিনি দেখেন বাড়ির মূল গেটের তালা ভাঙা। সেখানে ঘরে ঢুকে তিনি দেখেন, ঘরের ভেতর থেকে পাঁচটি রুপোর সানাই চুরি গেছে, সঙ্গে বহুমূল্যের অনেক উপহার।
চুরির অভিযোগে থানায় এফআইআর দায়ের করেছেন সানাইবাদকের ছেলে। ঘটনাস্থল ঘুরে দেখেছে ফরেন্সিক বিশেষজ্ঞ ও পুলিশ কুকুর। বারাণসীর সিনিয়র এসপি নীতীন তিওয়ারি জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই অভিযুক্তদের ধরে ফেলবে পুলিশ।
বিসমিল্লা খানের ছেলে জানিয়েছেন, যে সানাইগুলো চুরি গেছে, তারমধ্যে একটি তাঁর বাবার খুব প্রিয় ছিল। মোহরমের পঞ্চম ও সপ্তম দিনে সেই সানাই বাজাতেন তাঁর বাবা।
কাজিম জানিয়েছেন, তাঁর বাবাকে এই পাঁচটি সানাই উপহার দিয়েছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাও, লালুপ্রসাদ যাদব, কংদ্রেস নেতা কপিল সিব্বল। প্রসঙ্গত, আগে সানাইবাদকের এই জিনিষগুলো হাধা সরাইয়ে তাঁদের পৈতৃক ভিটেয় রাখা ছিল। সম্প্রতি বাবার ব্যবহৃত এই জিনিষগুলো ডানমান্ডি এলাকায় তাঁদের নতুন বাড়িতে নিয়ে আসেন ছেলে কাজিম।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)