এক্সপ্লোর
Advertisement
নারায়ণ মূর্তির উচ্ছ্বসিত প্রশংসা, ইনফোসিসে স্থিতিশীলতা ফেরানোই লক্ষ্য, দায়িত্ব নিয়ে বললেন নিলেকানি
বেঙ্গালুরু ও নয়াদিল্লি: দেশের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসে নয়া নন -এক্সিকিউটিভ চেয়ারম্যান হলেন ‘আধার-স্রষ্ঠা’ নন্দন নিলেকানি। কোম্পানির অভ্যন্তরে যাতে কোনও মতবিরোধ না থাকে না নিশ্চিত করাই তাঁর লক্ষ্য। একইসঙ্গে কোম্পানিতে স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে তিনি গুরুত্ব দেবেন বলে জানিয়েন নিলেকানি।
দায়িত্বভার গ্রহণের পরই লগ্নিকারীদের আস্থা ফেরাতে তত্পর নিলেকানি। এদিন সকালে কনফারেন্স কলের মাধ্যমে তাঁদের উদ্বেগ দূর করার চেষ্টা করেন তিনি।
গত কয়েকমাস ধরে কর্পোরেট গভর্ন্যান্স সংক্রান্ত ত্রুটির অভিযোগ ঘিরে প্রতিষ্ঠাতাদের সঙ্গে ম্যানেজমেন্টের অচলাবস্থার কারণে সংকটের মুখে পড়েছে কোম্পানি।
গতকাল রাতে ইনফোসিসের পরিচালন পর্ষদ ঢেলে সাজানো হয়। পদত্যাগ করেন চেয়ারম্যান শেশাসায়ি এবং আরও দুই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। কো-চেয়ারম্যান রবি ভেঙ্কটেশন হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর।
দায়িত্ব গ্রহণ করার পর অবশ্য ইনফোসিসের আয় এবং কৌশল নিয়ে কোনও মন্তব্য করতে চাননি নিলেকানি। তিনি বলেছেন, ইনফোসিসের কর্পোরেট গভর্ন্যান্স সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য।
নিলেকানি আরও বলেছেন, ইনফোসিসের অন্যতম প্রতিষ্ঠাতা এন আর নায়ারণ মূর্তি একজন আইকন এবং পথপ্রদর্শক। কর্পোরেট গভর্ন্যান্সের ক্ষেত্রে ইনফোসিসকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মূর্তির অবদান অপরিসীম। শুধু ইনফোসিসেরই নয়, ভারতের কর্পোরেট গভর্ন্যান্সের ‘জনক’ মূর্তি।
নিলেকানি বলেছেন, তিনি মূর্তির অনুরাগী। ইনফোসিস, মূর্তি ও প্রতিষ্ঠাতাদের সঙ্গে যাবে মসৃণ সম্পর্ক বজায় থাকে, তা নিশ্চিত করাই তাঁর লক্ষ্য।
উল্লেখ্য, ইনফোসিসে নতুন ভূমিকায় প্রতিষ্ঠাতাদের সঙ্গে, বিশেষ করে মূর্তির সঙ্গে সম্পর্কই নিলেকানির কাছে গুরুত্বপূর্ণ বিষয়। কোম্পানির প্রতিষ্ঠাতাদের সঙ্গে বোর্ডের মধ্যে প্রায় বছর খানেক ধরে চলা টানাপোড়েনের জেরে সম্প্রতি আচমকাই পদত্যাগ করেন ইনফোসিসের সিইও বিশাল সিক্কা।
নিলেকানি জানিয়েছেন, ইনফোসিসের পরিচালন পর্ষদ সর্বসম্মতভাবে তাঁকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে সায় রয়েছে মূর্তিরও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement