এক্সপ্লোর
বাজেট ২০১৭: প্রতি এক টাকার হিসেবে আয়-ব্যয়ের হিসেব

নয়াদিল্লি: ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। দেখে নেওয়া যাক এক টাকার হিসেবে আয়-ব্যয়। এবারের বাজেটে যে আয়-ব্যয়ের হিসেবে দেওয়া হয়েছে, তারমধ্যে আয়ের ১৯ পয়সা আসবে বাজার থেকে ধার করে। আবার সুদ মেটাতে ব্যয় হবে ১৮ পয়সা। বাজেট অনুযায়ী, আগামী অর্থবর্ষে ৬৮ পয়সাই আসবে প্রত্যক্ষ ও পরোক্ষ কর থেকে। সবচেয়ে বেশি ব্যয় হবে কর ও শুল্ক বাবদ রাজ্যগুলির প্রাপ্য দিতে। এ বাবদ ব্যয় ২৪ পয়সা। সুদ মেটাতে ব্যয় ১৮ পয়সা। ১ টাকার হিসেবে প্রতিরক্ষা খাতে বরাদ্দ গতবারের ১০ পয়সা থেকে কমিয়ে চলতি অর্থবর্ষে করা হয়েছে ৯ পয়সা। রাজস্ব বাবদ কোষাগারে যে অর্থ আসবে তার সিংহভাগই কর্পোরেট কর থেকে। ১ টাকার হিসেবে এর পরিমাণ ১৯ পয়সা। পরিষেবা কর থেকে আসবে ১০ পয়সা। আয়কর থেকে আয় গত অর্থবর্ষের ১৪ পয়সা থেকে বেড়ে হবে ১৬ পয়সা। পরোক্ষ কর থেকে অন্তঃশুল্ক ও রফতানি শুল্ক বাবদ আয় হবে ২১ পয়সা। বিলগ্নিকরণের মতো করবহির্ভূত উত্স থেকে ১০ পয়সা এবং নন-ডেট ক্যাপিটাল রিসিপ্টস থেকে ৩ পয়সা আয় করার কথা ভাবছে সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















