এক্সপ্লোর
সিবিএসই স্কুলে অত্যাবশ্যক ৩ ভাষা শিক্ষার নিয়মে থাকবে না বিদেশি ভাষা
![সিবিএসই স্কুলে অত্যাবশ্যক ৩ ভাষা শিক্ষার নিয়মে থাকবে না বিদেশি ভাষা Foreign Languages Not To Be Part Of 3 Language Formula In Schools সিবিএসই স্কুলে অত্যাবশ্যক ৩ ভাষা শিক্ষার নিয়মে থাকবে না বিদেশি ভাষা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/08/23181643/cbse-students.jpg.image_.784.410-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: আগামী শিক্ষাবর্ষ থেকে সিবিএসই স্কুলগুলিতে যে থ্রি ল্যাঙ্গুয়েজ ফরমুলা নেওয়া হচ্ছে, তাতে জায়গা পাবে না ফ্রেঞ্চ বা জার্মানের মত বিদেশি ভাষা। জানা গিয়েছে, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এ ব্যাপারে সিবিএসই-কে বলেছে, যে ছাত্রছাত্রীরা বিদেশি ভাষা শিখতে ইচ্ছুক, তারা অত্যাবশ্যক ৩ ভাষার পর চতুর্থ বা পঞ্চম ভাষা বাছতে পারবে।
নতুন এই পরিকল্পনায় পড়ুয়াদের ভারতীয় সংবিধানের অষ্টম তালিকায় থাকা যে কোনও তিনটি ভাষা পড়াশোনার জন্য বেছে নেওয়ার স্বাধীনতা থাকবে। এগুলির মধ্যে একটি হতে পারে ইংরেজি। কিন্তু ফ্রেঞ্চ বা জার্মানির মত ‘সম্পূর্ণ বিদেশি’ ভাষাকে ঐচ্ছিক বিষয় হিসেবে চতুর্থ ভাষা হিসেবে পড়ানোর পরিকল্পনা নিয়েছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।
আগামী শিক্ষাবর্ষ থেকেই এই পরিকল্পনা বাস্তবায়িত হবে।
জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী থ্রি ল্যাঙ্গুয়েজ ফরমুলা মানে হিন্দি বলয়ের পড়ুয়ারা হিন্দি ও ইংরেজির বাইরে অন্য একটি ভারতীয় ভাষা নিয়ে পড়াশোনা করতে পারবে। হিন্দি বলয়ের বাইরের রাজ্যগুলির পড়ুয়ারা হিন্দি শিখতে পারে, আঞ্চলিক ভাষা ও ইংরেজি বাদে।
সিবিএসই-তে এখন যে থ্রি ল্যাঙ্গুয়েজ ফরমুলা মানা হয়, তাতে মাতৃভাষা বা হিন্দি ছাড়া শেখা যায় ইংরেজি ও জার্মান বা মান্দারিনের মত বিদেশি ভাষা। অষ্টম শ্রেণি পর্যন্ত চালু রয়েছে এই ব্যবস্থা। নতুন নিয়মে তিনটি ভাষা শিখতে হবে দশম শ্রেণি পর্যন্ত, তবে বিদেশি ভাষা এর বাইরে রাখা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)