এক্সপ্লোর
মনে আছে টি এন শেষনের কথা? চেন্নাইয়ের এক বৃদ্ধাশ্রমে থাকেন প্রাক্তন এই নির্বাচন কমিশনার

চেন্নাই: রাজনৈতিক দলগুলির যম হিসেবে পরিচিত ছিলেন তিনি। ভারতের নির্বাচন প্রক্রিয়া সংস্কার হয় তাঁর হাত ধরে। প্রাক্তন সেই নির্বাচন কমিশনার টি এন শেষনের এখনকার ঠিকানা চেন্নাইয়ের একটি বৃদ্ধাশ্রম। জানা গিয়েছে, শেষন ও তাঁর স্ত্রী জয়ালক্ষ্মী চেন্নাইয়ের গুরুকুলম ওল্ড এজ হোমে থাকেন। দুজনেই গুরুতর অসুস্থ কিন্তু দেখাশোনা করার কেউ নেই। কেরলের পালাক্কড়ে শেষন দম্পতির বাড়ি। সন্তানহীন এই বৃদ্ধ বৃদ্ধা শেষ জীবনটা চেন্নাইয়ের বৃদ্ধাশ্রমে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ১৫ ডিসেম্বর ৮৫-তে পা দিয়েছেন টি এন শেষন। বৃদ্ধাশ্রমের অন্য বাসিন্দাদের সঙ্গে পালন করেছেন জন্মদিন। জানা গিয়েছে, নিজেরা যে অর্থোপার্জন করেন তা থেকে বৃদ্ধাশ্রমের অন্যদের নিয়মিত সাহায্য করেন এই দম্পতি। এমনকী ডাক্তারের খরচও দেন। সত্য সাই বাবার একনিষ্ঠ ভক্ত শেষনের স্বাস্থ্য সাই বাবার মৃত্যুর পরেই ভেঙে পড়ে, তারপরই তিনি চলে আসেন এই বৃদ্ধাশ্রমে। বছর তিনেক এখানে থাকার পর পালাক্কড়ের বাড়িতে ফিরে যান তিনি। কিন্তু এখন আবার তিনি সস্ত্রীক ফিরে এসেছেন বৃদ্ধাশ্রমে। দক্ষ, কঠোর প্রশাসক ও প্রশ্নাতীত সৎ হিসেবে পরিচিত শেষন কোনও ভায় বা পক্ষপাতহীনতা ছাড়া অসংখ্য সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিচিত ছিলেন। মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে ভোটে অর্থ ও পেশিশক্তির ব্যবহার বন্ধ করতে মুখ্য ভূমিকা নেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















