এক্সপ্লোর
জম্মু কাশ্মীরের সাম্বায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, শহীদ ৪ বিএসএফ জওয়ান
জম্মু: ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তাানের। মঙ্গলবার গভীর রাতে জম্মু কাশ্মীরের সাম্বা জেলার রামগড় সেক্টরে কোনওরকম প্ররোচনা ছাড়া গুলির লড়াই শুরু করে পাক সেনা। পাক সেনার ছোড়া গুলিতে নিহত হয় এক অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট সহ ৪ বিএসএফ জওয়ান। আহত ৫। মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ রামগড় সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত লক্ষ্য করে প্রথম গুলিবর্ষণ শুরু করে পাক সেনা। এক বিএসএফ জওয়ান সেইসময় ট্র্যাক্টর থেকে ইঁট ফেলছিলেন। পাক সেনার গুলিতে জখম হন তিনি। তাঁকে বাঁচাতে অন্য বিএসএফ জওয়ানরা এগিয়ে আসলে, পাক শিবির থেকে এলোপাথাড়ি গুলি চলা শুরু হয়। সেই গুলিবৃষ্টির মধ্যে পড়েই চার বিএসএফ জওয়ানের মৃত্যু হয়, জখম হন আরও পাঁচজন।
জম্মু ফ্রন্টিয়ারের বিএসএফ-এর আইজি রাম অটার পিটিআইকে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন, সম্প্রতি পাক রেঞ্জার এবং বিএসএফ-এর মধ্যে একটি চুক্তি হয়। সেখানে বলা হয় আন্তর্জাতিক সীমান্তে শান্তি বজায় রাখতে দুতরফের কেউই সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করবে না। কিন্তু সেই চুক্তি ভঙ্গ করে গতকাল রাতে আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে প্রথম গুলি ছোড়া হয় পাক শিবির থেকেই।
এই ঘটনায় শহীদ জওয়ানদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করে টুইট করেছেন জম্মু কাশ্মীরের ডিজিপি এস.পি বেদ। গতকাল রাত সাড়ে দশটায় যে গুলির লড়াই শুরু হয়, আজ ভোর সাড়ে চারটে পর্যন্ত চলে গোলাগুলি, জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement