এক্সপ্লোর
কেন্দ্রের গবাদি বিধির বিরোধিতা গোয়ায় বিজেপি সরকারের শরিক দলের

পানাজি: নিধনের জন্য গবাদি পশু ক্রয়বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। এই বিজ্ঞপ্তির বিরোধিতা করল গোয়ার বিজেপি নেতৃত্বাধীন সরকারের শরিক গোয়া ফরোয়ার্ড পার্টি (জিএফপি) । কেন্দ্রীয় পরিবেশমন্ত্রকের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে কসাইখানা বা ধর্মীয় কারণে নিধনের জন্য গরু, ষাঁড়, উঠের মতো গবাদি ক্রয়বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। এই বিজ্ঞপ্তির কারণে সংকটে পড়েছেন পশুপালক ও মাংস বিক্রেতারা সংকটে পড়বেন বলে মন্তব্য করেছেন জিএফপি নেতা বিজয় সরদেশাই। তিনি বলেছেন, নয়া বিধিতে ক্ষতিগ্রস্ত হবে চর্মশিল্পও। তিনি আরও বলেছেন, কোনওরকম চিন্তাভাবনা না করেই ওই বিজ্ঞপ্তি জারি হয়েছে। একইসঙ্গে সরদেশাই জানিয়েছেন, তাঁর এই মতামত দলের, গোয়া সরকারের নয়। সরদেশাই বলেছেন, ওই বিজ্ঞপ্তির কারণে রাজ্যে মাংসের অভাব দেখা দিয়েছে। যদিও এক্ষেত্রে পরিস্থিতির সুযোগ নিয়ে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী ফায়দা লোটার চেষ্টা করছেন বলেও তিনি অভিযোগ করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















