এক্সপ্লোর
গোরক্ষপুরের হাসপাতালে শিশুমৃত্যু: গ্রেফতার অক্সিজেন সরবরাহকারী সংস্থার মালিক

গোরক্ষপুর: গোরক্ষপুরের বাবা রাঘবদাস মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় অক্সিজেন সরবরাহকারী সংস্থার মালিককে গ্রেফতার করল পুলিশ। এই সংস্থার বিরুদ্ধেই টাকা না পেয়ে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল। তার ফলে অন্তত ৬০টি শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ। রাজ্য সরকার অবশ্য অক্সিজেনের অভাবে শিশুমৃত্যুর অভিযোগ অস্বীকার করেছিল। তবে আজ সকাল আটটা নাগাদ অক্সিজেন সরবরাহকারী সংস্থার মালিক মণীশ ভাণ্ডারিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন গোরক্ষপুরের সিনিয়র পুলিশ সুপার অনিরুদ্ধ সিদ্ধার্থ পঙ্কজ। পুলিশ সূত্রে খবর, গোরক্ষপুরের হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় যে ৯ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল, তাঁদের প্রত্যেককেই গ্রেফতার করা হল। ভাণ্ডারি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অবশেষে তাঁকে গ্রেফতার করা হল। শুক্রবার দুর্নীতি-দমন আদালত তাঁকে পলাতক ঘোষণা করে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়। এরপরেই গ্রেফতার করা হল ভাণ্ডারিকে। তাঁকে জেরা করা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















