এক্সপ্লোর
সাধ্যের ভিতরে ক্যান্সার চিকিত্সায় দায়বদ্ধ সরকার, ট্যুইট মোদির

নয়াদিল্লি: বিশ্ব ক্যান্সার দিবসে এই মারণ রোগের দ্রুত নির্ণয় ও সাধ্যের মধ্যে তার চিকিত্সা সুনিশ্চিত করতে তাঁর সরকার দায়বদ্ধ বলে জানালেন নরেন্দ্র মোদি। ক্যান্সারের ওপর গবেষণার প্রশংসা করেন তিনি। ট্যুইট করে প্রধানমন্ত্রী বলেন, আজ বিশ্ব ক্যান্সার দিবসে আগেভাগে ক্যান্সার চিহ্নিতকরণ ও সাধ্যের ভিতরে তার চিকিত্সায় আমাদের দায়বদ্ধতা পুনরায় প্রকাশ করছি। আয়ুষ্মান ভারতের (স্বাস্থ্য প্রকল্প) মতো উদ্যোগে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা প্রদান ও ক্যান্সারমুক্ত জীবন সুনিশ্চিত করায় জোর গুরুত্ব দেওয়া হয়েছে।
Today, on #WorldCancerDay we reiterate our commitment towards ensuring early detection and affordable treatment of cancer. Initiatives like Ayushman Bharat have a strong emphasis on providing quality healthcare and ensuring cancer-free lives.
— Narendra Modi (@narendramodi) February 4, 2019
যাঁরা ক্যান্সারের সঙ্গে প্রবল সংগ্রাম চালিয়ে বেঁচে রয়েছেন, তাঁদের সকলের সাহসের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। লেখেন, ওঁদের বিরাট প্রাণশক্তি লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করে। যাঁরা ক্যান্সার চিকিত্সার নানা দিক নিয়ে গবেষণা করছেন, তাঁদেরও সাধুবাদ দিচ্ছি। ওঁদের প্রচেষ্টা আরও স্বাস্থ্যবান বিশ্ব সুনিশ্চিত করায় বিরাট ভূমিকা নেবে। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















