এক্সপ্লোর
এক বউ থাকতে ফের বিয়ে, আপত্তি করায় শ্বাসরোধ করে মাকে খুন প্রধানশিক্ষকের

ফাইল ছবি
তাঞ্জাভুর: স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল সরকারি স্কুলের ৫৭ বছর বয়সী এক প্রধানশিক্ষকের। এরপর তিনি ফের বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু তাঁর এই সাধে বাধ সেধেছিলেন তাঁরই মা। আর এতে ক্ষুব্ধ হয়ে ৮০ বছরের মাকে খুন করলেন ওই তিনি। শুধু তাই নয়, ঘটনায় পুলিশকে বিভ্রান্ত করারও চেষ্টা করেন অভিযুক্ত কে থিয়াগারাজন। গত ২০ এপ্রিল পুলিশের কাছে তিনি অভিযোগ করেন যে, তাঁর মাকে বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। মায়ের মুখে ছড়ানো ছিল লঙ্কার গুঁড়ো। মায়ের ছয়টা সোনার গয়নাও পাওয়া যাচ্ছে না। কিন্তু তদন্তে নেমে পুলিশের সন্দেহ পড়ে থিয়াগারাজনেরই ওপর। জেরায় ভেঙে পড়ে তিনি কবুল করেন যে, ২০ এপ্রিল তাঁর ফের বিয়ের পরিকল্পনা নিয়ে মায়ের সঙ্গে বচসা বেঁধে গিয়েছিল। রাগের চোটে মায়ের মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করেন থিয়াগারাজন।তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















