এক্সপ্লোর
Advertisement
এনআরসি-তে নাম না থাকা মানেই বিদেশি ঘোষণা নয়, আবেদন জানানো যাবে, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রকের
গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এই বৈঠকেই এনআরসি-র বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
নয়াদিল্লি: জাতীয় নাগরিক পঞ্জীর (এনআরসি) চূড়ান্ত তালিকায় নাম না থাকলেই কাউকে বিদেশি বলে ঘোষণা করা হবে না। এনআরসি-তে নাম যুক্ত করার আবেদন জানানোর ব্যবস্থা রাখা হচ্ছে। আজ এমনই আশ্বাস দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। আরও জানানো হয়েছে, ৩১ অগাস্ট এনআরসি-র চূড়ান্ত তালিকায় যাঁদের নাম থাকবে না, তাঁদের ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন জানানোর সময়সীমা ৬০ দিন থেকে বাড়িয়ে ১২০ দিন করা হচ্ছে।
গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এই বৈঠকেই এনআরসি-র বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘১৯৪৬ সালের বিদেশি আইন ১৯৬৪ সালের ফরেনার্স (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী একমাত্র ফরেনার্স ট্রাইব্যুনালই কোনও ব্যক্তিকে বিদেশি হিসেবে ঘোষণা করতে পারে। তাই এনআরসি-তে কারও নাম না থাকলেই তাঁকে বিদেশি বলা যাবে না। এনআরসি-তে যাঁদের নাম থাকবে না, তাঁদের আইনি সহায়তা দেবে রাজ্য সরকার। সবার পক্ষে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জানানো সম্ভব না-ও হতে পারে। সে কথা মাথায় রেখে আইন সংশোধন করে আবেদন জানানোর সময় ৬০ দিন থেকে বাড়িয়ে ১২০ দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনআরসি-তে যাঁদের নাম থাকবে না, তাঁরা সবাই এর বিরুদ্ধে আবেদন জানানোর সুযোগ পাবেন।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement