এক্সপ্লোর
Advertisement
জিএসটি চালু হওয়ার আগে সারের ওপর করের হার ১২ থেকে কমে হল ৫ শতাংশ
নয়াদিল্লি: পণ্য ও পরিষেবা কর (জিএসটি) কর চালু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে সারের ওপর ধার্য হতে চলা কর আগে ঠিক হওয়া ১২ থেকে কমিয়ে ৫ শতাংশ করে দিল জিএসটি কাউন্সিল।
সারের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ার আশঙ্কার ফলেই এই সিদ্ধান্ত, জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, যিনি বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের নিয়ে গঠিত জিএসটি কাউন্সিলের নেতৃত্বে রয়েছেন। এর পাশাপাশি কৃষকদের সুরাহার জন্য ট্র্যাক্টরের বেশ কিছু যন্ত্রাংশের ওপর করও ২৮ থেকে কমিয়ে ১৮ শতাংশ করেছে তারা।
এদিন কাউন্সিলের বৈঠকের কোনও নির্ধারিত আলোচ্য বিষয়সূচি ছিল না। ধন্যবাদ জ্ঞাপনের জন্যই এসেছিলেন সদস্যরা। কিন্তু সেখানেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল। জেটলি বলেন, কেউ কেউ মনে করেন, ১২ শতাংশ কর চাপলে কৃষকের বোঝা বাড়বে। তাই কর হার ছাঁটা হল।
গত বছরের ২৩ সেপ্টেম্বর তৈরি হয় কাউন্সিল। সেই থেকে ১৮ বার বৈঠক হয় তার। জিএসটি সংক্রান্ত ধারার খসড়া তৈরি থেকে, করের হার নির্ধারণ ও ৫, ১২, ১৮, ২৮ শতাংশ, এই চারটি স্তরের কর হারের তালিকায় ১২০০-র বেশিকে পণ্য, পরিষেবাকে সাজানো-সবই ঠিক হয়েছে বৈঠকগুলিতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement