জিএসটি-র ফলে পণ্যের দাম কমবে, বাড়বে কর আদায়: জেটলি
নয়াদিল্লি: পণ্য পরিষেবা কর (জিএসটি) কার্যকর হলে পণ্যের দাম একদিকে যেমন কমবে, অন্যদিকে কর ফাঁকি দেওয়া আরও অসাধ্য হবে। এমনই আশা প্রকাশ করেছেন অরুণ জেটলি।
বুধবার কমনওয়েলথ অডিটর জেনারেলের ২৩ তম সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ভারতে একটা বিশাল কর-ফাঁকি দেওয়া জনসংখ্যা রয়েছে। জেটলি বলেন, একবার দেশে পণ্য পরিষেবা কর লাগু হলে, কর ফাঁকি দেওয়া সহজ হবে না। তিনি যোগ করেন, কর-ফাঁকি দেওয়া রুখতে সরকারের বড় হাতিয়ার হতে চলেছে জিএসটি।
প্রসঙ্গত, করের ক্ষেত্রে ভারতে একাধিক স্তর রয়েছে। যার ফলে, পণ্যের মূল্য বেড়ে যায়। আগামী ১ জুলাই থেকে দেশে চালু হওয়ার কথা জিএসটি-র। এর ফলে অন্ততপক্ষে ১৭টি রাজ্য ও কেন্দ্রীয় স্তরের কর উঠে যাবে। এই প্রসঙ্গে জেটলি বলেন, একদিকে যেমন করের মাত্রা বৃদ্ধি পাবে। অন্যদিকে, করের ওপর কর থাকবে না। যার ফলে পণ্য, পরিষেবা ও বিভিন্ন সামগ্রীর দাম কমবে।
জেটলির মতে, কেন্দ্র যে সংস্কারমুখী পদক্ষেপ নিয়েছে, তাতে আর্থিক বৃদ্ধির হার ৭-৮ শতাংশ থাকবে। তাঁর দাবি, বিশ্বের অন্যতম দ্রুত এগিয়ে চলা অর্থনীতি হবে ভারত। তবে এ-ও জানান, এই বৃদ্ধির রাস্তায় তিনটি চ্যালেঞ্জ রয়েছে। সেগুলি হল— আন্তর্জাতিক বাজারে সদাপরিবর্তনশীল অশোধিত তেলের দাম, বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগকে পুনরায় ফিরিয়ে আনা এবং সর্বোপরি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের স্বাস্থ্য ফেরানো।