এক্সপ্লোর
দেখুন: দিল্লিতে এটিএমে লুঠের চেষ্টা রুখে জখম নিরাপত্তারক্ষী

নয়াদিল্লি: দিল্লিতে এটিএমের ক্যাশ ভ্যান লুঠের চেষ্টা বানচাল নিরাপত্তারক্ষীর। লুঠে বাধা দেওয়ায় দুষ্কৃতীদের গুলিতে জখম ওই নিরাপত্তারক্ষী। আহত রক্ষীর নাম দিলীপ তিওয়ারি। মাজরি দাবাস মেন রোডের উপর একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এটিএমে ডিউটি করছিলেন তিনি। একটি ক্যাশ ভ্যান এটিএমে টাকা নিয়ে আসে। আচমকাই দুই দুষ্কৃতী বাইকে করে এসে ভ্যান লুঠের চেষ্টা করেন। বাধা দেওয়ায় নিরাপত্তারক্ষীকে গুলি করে পালায় তাঁরা। গুলিবিদ্ধ নিরাপত্তা রক্ষীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
#WATCH: Guard foils robbery attempt by two bikers at SBI ATM in #Delhi's Majra Dabas after being shot at by the assailants (15.11.17) pic.twitter.com/tO5cn1iuGu
— ANI (@ANI) November 16, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















