এক্সপ্লোর
Advertisement
গুজরাত ভোট: কং-হার্দিক বোঝাপড়ায় শেষ মুহূর্তের অস্বস্তি, আসন সমঝোতা নিয়ে হাতাহাতি দু'পক্ষের
আমদাবাদ: গুজরাতে কোটা ও আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের সঙ্গে পাতিদার আনামত আন্দোলন সমিতি বা পাসের বোঝাপড়ায় শেষ মুহূর্তে প্রশ্নচিহ্ন উঠে গেল। গত রাতে এ নিয়ে দুই দলের নেতা কর্মীদের মধ্যে হাতাহাতিও হয়েছে।
সন্ধের সময় কংগ্রেস জানিয়ে দেয়, হার্দিক প্যাটেলের পাসের সঙ্গে তাদের বোঝাপড়া চূড়ান্ত হয়েছে। রাতে তারা বিধানসভা ভোটে ৭৭ জন প্রার্থীর প্রথম তালিকা বার করে, তাতে পাসের প্রার্থী ছিলেন ২ জন। এরপরই পাস অভিযোগ করে, তাদের কোর কমিটির সঙ্গে আলোচনা না করেই একতরফা টিকিট বিলি করেছে কংগ্রেস। সুরাতে প্যাটেলদের শক্ত ঘাঁটি ভরছা রোডে কংগ্রেস প্রার্থী প্রফুল তোগাড়িয়ার অফিসে দুদলের মারামারি শুরু হয়। পাস জানিয়ে দেয়, আসন ভাগাভাগিতে তাদের সমান গুরুত্ব না দেওয়া হলে সুরাতে কংগ্রেসের অফিসই বন্ধ করে দেবে তারা। সুরাতের অন্যান্য জায়গা থেকেও হাতাহাতির খবর আসে।
পাতিদার কোটার দাবিতে আন্দোলনকারী হার্দিক প্যাটেলের সঙ্গে সমঝোতা করে বিজেপির প্যাটেল ভোটে বড়সড় খাবল বসানোর স্বপ্ন দেখছিল কংগ্রেস। তাই হার্দিকের দল পাসের সঙ্গে বোঝাপড়া হয়ে যাওয়ার পর তারা হার্দিককেই দায়িত্ব দেয়, আজ রাজকোটে বোঝাপড়ার চূড়ান্ত পরমুলা জনসমক্ষে প্রকাশ করতে। কিন্তু গভীর রাতে অশান্তির পর হার্দিক রাজকোটের অনুষ্ঠান বাতিল করে দিয়েছেন বলে খবর।
হার্দিকের সেক্স টেপ প্রকাশ্যে আসার পর বিপাকে পড়া পাস প্রথমে ৭-৯টি আসনের দাবি করলেও পরে তা থেকে কমে এসে দাঁড়ায় ৫টি আসনে। কিন্তু কংগ্রেসের প্রথম তালিকা ঘোষিত হওয়ার পর যে ভাবে তারা প্রতিবাদ শুরু করেছে তাতে পরিষ্কার, যতটা ভাবা হয়েছিল, বোঝাপড়া মোটেই ততটা মসৃণ ছিল না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
কলকাতা
খবর
Advertisement