(Source: ECI/ABP News/ABP Majha)
গুজরাত নির্বাচন: শেষ দফার প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির, বাদ পড়লেন মন্ত্রী সহ ৫ বিধায়ক
আমদাবাদ: মনোনয়ন দাখিল করার শেষদিন আসন্ন গুজরাত নির্বাচনের ষষ্ঠ তথা শেষ দফার ৩৪ জনের প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি। সেখানে এক মন্ত্রী সহ পাঁচ বিধায়ককে বাদ দেওয়া হয়েছে।
বিজেপির শেষ তালিকায় ঠাঁই পাননি আনন্দের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রোহিত পটেল। আরও চার বিধায়ক বাদ পড়েছেন। এঁরা হলেন—নাগরজি ঠাকুর (রাধানপুর), আর এম পটেল (আসারওয়া), বিঞ্চিয়া ভুরিয়া (লিমখেড়া)।
এছাড়া, টিকিট দেওয়া হয়নি প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন পটেলকে। তবে, ঘাটলোডিয়া আসনের বিধায়ক আনন্দী বেন আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি নির্বাচনে লড়বেন না।
অন্যদিকে টিকিট পেয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা দলের মুখপাত্র জয়নারায়ণ ব্যাস। তিনি সিদ্ধিপুর আসন থেকে লড়বেন, যেখান থেকে ২০১২ সালের নির্বাচনে তিনি হেরেছিলেন।
এছাড়া টিকিট পেয়েছেন—প্রাক্তন কংগ্রেস বিধায়ক তেজশ্রীবেন পটেল, এবং গত রাজ্যসভার নির্বাচনে তিনি বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন কংগ্রেস বিধায়ক করমশী মাকবানার ছেলে কানু মাকবানা। চূড়ান্ত তালিকায় ১২ জন বর্তমান বিধায়ককে রাখা হয়েছে।
আনন্দীবেন পটেলের আসনে লড়বেন ভূপেন্দ্র পটেল। অমিত শাহের ছেড়ে যাওয়া আসন নারানপুরা থেকে লড়বেন কৌশিক পটেল।
প্রসঙ্গত, আগামী মাসেই ১৮২ আসন বিশিষ্ট গুজরাত বিধানসভা নির্বাচন হচ্ছে। ৯ ও ১৪ ডিসেম্বর দুদফায় ভোটগ্রহণ হবে। এদিন ছিল দ্বিতীয় দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ভোটগণনা ১৮ ডিসেম্বর।