(Source: ECI/ABP News/ABP Majha)
২৭ ও ২৯-শে গুজরাতে মোদী, করবেন আটটি জনসভা
আমদাবাদ: আগামী ২৭ তারিখ থেকে নিজের রাজ্যে নির্বাচনী প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দুদফায় ভোটগ্রহণ হবে গুজরাতে। এর মধ্যে আগামী ৯ ডিসেম্বর প্রথম দফার ভোটগ্রহণ হবে সৌরাষ্ট্র ও দক্ষিণ গুজরাতে। বিজেপি সূত্রে খবর, এই দুই জায়গায় আগামী ২৭ ও ২৯ তারিখ ৮টি জনসভা করবেন মোদী।
গুজরাতে বিজেপির ভারপ্রাপ্ত নেতা ভূপেন্দ্র যাদব জানান, ২৭ তারিখ সকালে কচ্ছ জেলার ভুজে প্রথম সভা মোদীর। পরে, ওইদিনই রাজকোটের জাসদান, আমরেলির ধারি এবং সুরাতের কামরেজে সভা করবেন তিনি।
তিনি যোগ করেন, ২৯ তারিখ সোমনাথের কাছে মোর্বি ও প্রাচী গ্রামে জনসভা রয়েছে মোদীর। এছাড়া, ভাবনগরের পালিতানা এবং দক্ষিণ গুজরাতের নবসারিতেও জনসভা করার কথা প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর পাশাপাশি, আগামী ২৬ ও ২৭ তারিখ কেন্দ্রীয় হেভিওয়েট মন্ত্রী থেকে শুরু করে বিজেপি-শাসিত অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী—একাধিক শীর্ষ বিজেপি নেতা-নেত্রীরা গুজরাতের বিভিন্ন জায়গায় ভোটপ্রচারে অংশ নেবেন।
তালিকায় রয়েছেন—রাজনাথ সিংহ, নিতিন গড়কড়ি, অরুণ জেটলি এবং সুষমা স্বরাজ। অংশ নেবেন—উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে-ও।