এক্সপ্লোর
Advertisement
‘মাতাল’ ডাক্তারের হাতে প্রসব, গুজরাতে মৃত্যু সদ্যোজাত মেয়ে, মায়ের
আমদাবাদ: গুজরাতের বোটাড জেলায় মাতাল অবস্থায় এক মহিলার সন্তান প্রসব করানোর অভিযোগ উঠল এক ডাক্তারের বিরুদ্ধে। মহিলা ও তাঁর সদ্যোজাত সন্তান, দুজনেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ওই ডাক্তারকে।
পুলিশ জানিয়েছে, কামিনিবেন চাঁচিয়া নামে ২২ বছরের গর্ভবতী মহিলাকে আমদাবাদ থেকে প্রায় ১৬০ কিমি দূরে বোটাডের সরকার পরিচালিত হাসপাতালে নিয়ে আসা হয়েছিল সোমবার গভীর রাতে। ডাঃ পি জে লাখানি নামে ওই ডাক্তার প্রসব করান। প্রথম সদ্যভূমিষ্ঠ কন্যাসন্তানটি মারা যায়। পরে মারা যান কামিনিবেন। তাঁর আত্মীয়স্বজনরা ডাক্তারের বিরুদ্ধ অবহেলা, গাফিলতির অভিযোগ তোলেন বলে জানান বোটাডের পুলিশ সুপার হর্ষদ মেহতা। তিনি বলেন, পুলিশ দেখেছে, ডিউটিরত অবস্থায় মদ খেয়ে রয়েছেন ওই ডাক্তার। প্রথমে তাঁকে মদ্যপানে নিষেধাজ্ঞা ভাঙার আইনে অভিযুক্ত করে গ্রেফতার করা হয়। তাঁর রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
প্রসঙ্গত, মদ্যপানে নিষেধাজ্ঞা বহাল রয়েছে গুজরাতে।
মেহতা জানান, মৃত মহিলার দেহ ময়নাতদন্তের জন্য ভাবনগর সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে এবং অটোপসি রিপোর্টটি চলতি নিয়ম অনুযায়ী সিভিল সার্জনের নেতৃত্বাধীন কমিটির কাছে পাঠানো হবে অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে ওঠা গাফিলতির অভিযোগ খতিয়ে দেখে নিশ্চিত হওয়ার জন্য। তিনি বলেন, সু্প্রিম কোর্টের গাইডলাইনে বলা আছে, কর্তব্যে গাফিলতির অভিযোগ খতিয়ে দেখবে শুধুমাত্র সিভিল সার্জনের নেতৃত্বাধীন কমিটি। রিপোর্ট ইতিবাচক থাকলে তাঁকে গাফিলতি সংক্রান্ত ভারতীয় দণ্ডবিধির ধারাগুলিতে অভিযুক্ত করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement