এক্সপ্লোর
Advertisement
অত্যাচার হচ্ছে না, বাবার কাছে ভাল আছে হাদিয়া, ২৭ শে হাজির হবে সুপ্রিম কোর্টে, জানালেন মহিলা কমিশন নেত্রী
কোট্টায়ম: মুসলিম প্রেমিককে বিয়ে করে বিতর্কের কেন্দ্রে থাকা কেরলের মেয়ে হাদিয়াকে বাড়িতে আটকে রেখে অত্যাচার করা হচ্ছে, তার অধিকার লঙ্ঘিত বলে অভিযোগ তুলেছিল রাজ্যের কয়েকটি মুসলিম গোষ্ঠী। সেই প্রেক্ষাপটে হাদিয়ার সঙ্গে দেখা করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন-ইন-চার্জ রেখা শর্মা। তিনি জানিয়েছেন, হাদিয়া ভাল আছে, সে ২৭ নভেম্বর সুপ্রিম কোর্টে হাজির হবে।
২৪ বছরের হাদিয়া কেরল হাইকোর্টের নির্দেশে বাবা-মায়ের হেফাজতে সুরক্ষা বলয়ে রয়েছে। তার প্রেমিক শাফিন জাহান মৌলবাদী বলে জানিয়েছিলেন হাদিয়ার অভিভাবকরা। তারপর হাদিয়া, শাফিনের বিয়ে বাতিল করে দেয় হাইকোর্ট।
সুপ্রিম কোর্ট হাদিয়া মানসিক ভাবে পরিণত ও সে নিজের ইচ্ছায় শাফিনকে বিয়ে করেছে কিনা, পরীক্ষা করে দেখতে ২৭ নভেম্বর তাকে সামনে হাজির করতে তার বাবাকে নির্দেশ দেয়। এর এক সপ্তাহ বাদে আজ ভাইকোমে হাদিয়ার পারিবারিক বাসভবনে যান মহিলা কমিশনের শীর্ষ নেত্রী। তিনি সাংবাদিকদের বলেন, আকিলা ওরফে হাদিয়ার সঙ্গে এইমাত্র দেখা করলাম। ওকে নিয়ে চিন্তায় ছিল কমিশন। তবে ওর শরীর-স্বাস্থ্য ঠিক আছে। ওকে মারধর বা অন্য কিছু করা হয়নি। ও খাওয়া-দাওয়া করছে। মুখে হাসিও দেখেছি। ও খুশিতেই দেখলাম।
নিজের মোবাইল ফোনে তোলা হাদিয়ার ছবি দেখিয়েও শর্মা বলেন, তিন পুলিশকর্মী ওর দায়িত্বে রয়েছে, ওর নিরাপত্তা বিপন্ন হয়নি। বাপের বাড়িতে হাদিয়ার ওপর কোনও 'অত্যাচার' হয়নি। বলেন, ও বলেছে, আদালতে যেতে আগ্রহী। ২৭ নভেম্বরের অপেক্ষায় রয়েছি। আমি ঠিক আছি।
কেরলে ধর্মান্তরণে 'বাধ্য হয়েছে', 'এমন অনেক মহিলার' সঙ্গে তিনি দেখা করবেন, রিপোর্ট দেবেন বলে জানান শর্মা। বলেন, লাভ জেহাদ কথাটা ব্যবহার করছি না। বলছি জোর করে ধর্ম বদল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement