এক্সপ্লোর
Advertisement
বাড়ি-বাড়ি কাপড় বিক্রি করেন, নির্ভয়া কাণ্ডের অপরাধীদের ফাঁসি দিয়ে প্রাপ্ত অর্থে মেয়ের বিয়ে দিতে চান পবন জল্লাদ
নির্ভয়াকাণ্ডের চার অপরাধী বিনয় শর্মা, মুকেশ সিংহ, পবন গুপ্ত ও অক্ষয় ঠাকুর সিংহকে ফাঁসিতে ঝোলাবেন পবন। তার জন্য তিহাড় জেলে মহড়াও শুরু হয়ে গিয়েছে। ফাঁসির দড়ি ও মঞ্চ এক দফা পরীক্ষা করে এসেছেন পবন।
নয়াদিল্লি: বাড়ি-বাড়ি গিয়ে কাপড় বিক্রি করেন তিনি। সাইকেলে চেপে কাপড় পৌঁছে দেন। এটাই তাঁর সারা বছরের পেশা।
সেই পবন সিংহ আপাতত সংবাদের শিরোনামে সম্পূর্ণ অন্য কারণে। নির্ভয়া কাণ্ডের অপরাধীদের ফাঁসিতে ঝোলাবেন পবন। ২২ জানুয়ারি সকালে। তিহাড় জেলে। একসঙ্গে চারজনকে। পারিশ্রমিক হিসাবে মাথা পিছু ২৫ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা পাবেন পবন। আর সেই টাকা দিয়ে ৫৭ বছরের পবন চান মেয়ের বিয়ে দিতে!
তিন পুরুষ ধরে ফাঁসুড়ে মেরঠের বাসিন্দা পবনরা। ঠাকুর্দা কাল্লু সিংহ ও বাবা মম্মু সিংহও ফাঁসুড়ে ছিলেন। ইন্দিরা গাঁধীর হত্যাকারীর ফাঁসি দিয়েছিলেন ঠাকুর্দা কাল্লু সিংহ। সেই পেশাই বেছে নিয়েছেন পবন। সরকারের কাছে ৫ হাজার টাকা করে মাসোহারা পান। তবে তাতে সংসার চালাতে হিমশিম খেতে হয়। তাই কাপড় বিক্রির ব্যবসাও করেন।
নির্ভয়াকাণ্ডের চার অপরাধী বিনয় শর্মা, মুকেশ সিংহ, পবন গুপ্ত ও অক্ষয় ঠাকুর সিংহকে ফাঁসিতে ঝোলাবেন পবন। তার জন্য তিহাড় জেলে মহড়াও শুরু হয়ে গিয়েছে। ফাঁসির দড়ি ও মঞ্চ এক দফা পরীক্ষা করে এসেছেন পবন।
৫৭ বছরের ফাঁসুড়ে বলেছেন, ‘সামনেই আমার এক মেয়ের বিয়ে। ফাঁসি দিয়ে প্রাপ্ত মজুরি দিয়ে বিয়ের খরচ মেটাব।’ তিনি জানিয়েছেন, নির্ভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় অপরাধীদের ফাঁসি দিতে পারাটা তাঁর কাছে সৌভাগ্যের ব্যাপার। কারণ, ওই নির্যাতিতার পরিবার কিছুটা হলেও যে মানসিক শান্তি পাবে! পবন বলেছেন, ‘ওই চারজনকে ফাঁসি দিতে আমার হাত কাঁপবে না। গোটা দেশ ওদের শাস্তি চায়। ওই চারজনের ফাঁসি হলে মেয়েটির মা কিছুটা শান্তিতে ঘুমোতে পারবেন।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement