হরিয়ানা: মেয়ের জন্মদিনের আনন্দে নিজের ছোঁড়া গুলি লেগে মৃত ব্যবসায়ী

চণ্ডীগড়: মেয়ের অষ্টম জন্মদিনের উৎসব পালন চলছিল। তাতেই মাতোয়ারা হয়ে গুলি ছুঁড়তে থাকেন বাবা। আচমকা সেই গুলি লাগল তাঁরই বুকে। মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনাটি হরিয়ানার করনালের।
পুলিশ জানিয়েছে, বুধবার রাতে ৪০ বছর বয়সী মনোজ কুমার নামে এক পরিবহণ ব্যবসায়ীর বাড়িতে তাঁর আট বছরের মেয়ের জন্মদিনের উৎসব চলছিল। পরিবার সূত্রে খবর, এই আনন্দে মনোজ ছাদে গিয়ে নিজের লাইসেন্সড দো-নলা বন্দুক থেকে শূন্যে গুলি ছুঁড়তে থাকেন। আচমকাই একটি গুলি লেগে যায় তাঁর বুকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
আনন্দের অনুষ্ঠান বদলে গেল বিষাদে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ফরেন্সিক বিশেষজ্ঞরা গিয়ে মনোজের বাড়ি থেকে নমুনা পরীক্ষা করেছেন। যদিও, প্রাথমিকভাবে কোনও ষড়যন্ত্রের আভাস মেলেনি।






















