এক্সপ্লোর
২৭ বছরের ওপর জেলে কাটিয়েছেন, মেয়ের বিয়ে, এক মাসের প্যারোল রাজীব হত্যা মামলায় সাজাপ্রাপ্ত নলিনীর
বিচারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি এম নির্মল কুমারের ডিভিশন বেঞ্চ তামিলনাড়ু সরকারকেও ১০ দিনের মধ্যে নলিনীকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করতে বলেছে। নলিনীকেও বলেছে, তিনি যেন প্যারোলে থাকার সময় কোনও সাক্ষাত্কার না দেন, কোনও রাজনৈতিক নেতার সঙ্গে দেখা না করেন।

চেন্নাই: রাজীব গাঁধী হত্যা মামলায় যাবজ্জীবন কারাবাস হয়েছিল। মামলার সাজা খাটা আসামী নলিনী শ্রীহরণকে আজ এক মাসের প্যারোল মঞ্জুর করল মাদ্রাজ হাইকোর্ট। মেয়ের বিয়ের আয়োজন করতে হবে বলে জেল থেকে ছুটির আবেদন জানিয়ে নিজেই আদালতে সওয়াল করেন নলিনী। বিচারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি এম নির্মল কুমারের ডিভিশন বেঞ্চ তামিলনাড়ু সরকারকেও ১০ দিনের মধ্যে নলিনীকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করতে বলেছে। নলিনীকেও বলেছে, তিনি যেন প্যারোলে থাকার সময় কোনও সাক্ষাত্কার না দেন, কোনও রাজনৈতিক নেতার সঙ্গে দেখা না করেন। গত ২৫ জুনের নির্দেশে তাঁকে সশরীরে আদালতে হাজির হয়ে নিজের আবেদনের স্বপক্ষে সওয়াল করার অনুমতি দিয়েছিল আদালত। সেইমতো আজ কঠোর নিরাপত্তার মধ্যে নলিনীকে আদালতে আনা হয়। গত ২৭ বছরের ওপর ভেলোরে মহিলাদের বিশেষ জেলে কাটিয়েছেন নলিনী। মেয়ের বিয়ে উপলক্ষ্যে ৬ মাসের ছুটি চান তিনি। ১৯৯১ এর ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে এলটিটিইর মানববোমা হামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর হত্যা মামলায় নলিনী বাদে ৬ জনের যাবজ্জীবন সাজা হয়েছে। তাঁদের মধ্যে আছেন তাঁর স্বামী মুরুগান। তিনি শ্রীলঙ্কার নাগরিক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















