এক্সপ্লোর
রাজনৈতিক পরিচয় গোপন করেছেন পিটিশনার, সিপিএমের রেজিস্ট্রেশন বাতিলের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে

নয়াদিল্লি: পিটিশনার নিজের রাজনৈতিক পরিচয় গোপন করায় সিপিএমের রেজিস্ট্রেশন বাতিল চেয়ে পেশ করা জনস্বার্থ আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে। জোজো জোশ নামে ওই পিটিশনার দিল্লি হাইকোর্টে সিপিএমের রেজিস্ট্রেশন মঞ্জুর করে নির্বাচন কমিশনের ১৯৮৯ সালের নির্দেশ খারিজের আবেদন করেন। কিন্তু সিপিএমের আইনজীবী আদালতে জানান, জোশ বিজেপির সঙ্গে যুক্ত, কিন্তু পিটিশন দাখিল করার সময় সেটা গোপন করে গিয়েছেন। তিনি এই পিটিশন থেকে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন। আবেদনকারী যদিও নিজেকে সমাজসেবী বলে দাবি করেছেন। কিন্তু সিপিএমের কৌঁসুলির সওয়াল শুনে হাইকোর্ট জানিয়ে দেয়, পিটিশনার যে নিজের রাজনৈতিক পরিচয় গোপন করেছেন, সেটাই তাঁকে বাতিলের পাশাপাশি তাঁর পিটিশন খারিজ করে দেওয়ার পক্ষে যথেষ্ট। অস্থায়ী প্রধান বিচারপতি গীতা মিত্তল ও বিচারপতি সি হরিশঙ্করের বেঞ্চ পিটিশনারকে বলেছে, আপনি তথ্য লুকিয়ে রাখার দায়ে দুষ্ট। নিজের রাজনৈতিক আনুগত্য প্রকাশে আপনি ব্যর্থ। আপনার সেটা জানানো উচিত ছিল। কিন্তু তা না করা সত্ত্বেও আদালতের সামনে বিষয়টি হাজির করতে চান আপনি। আপনার বাস্তবের মুখোমুখি হওয়া উচিত। পিটিশনারের দাবি, আইনে বাধ্যতামূলক হলেও সিপিএমের পার্টি কর্মসূচিতে ভারতের সংবিধানের প্রতি প্রকৃত আনুগত্য প্রকাশ করা হয়নি। সিপিএমের মূল লক্ষ্যই অসাংবিধানিক, বেআইনি উদ্দেশ্যেই গঠিত হয়েছে দলটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















