এক্সপ্লোর
মহসিন রাজা: যোগী আদিত্যনাথ মন্ত্রিসভায় সম্ভাব্য মুসলিম মুখ

লখনউ: ভেঙ্কাইয়া নাইডু বলেছিলেন, উত্তরপ্রদেশের বিজেপি মন্ত্রিসভায় মুসলিম মুখ থাকবেন। সেই প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে সম্ভবত যোগী আদিত্যনাথ মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন মহসিন রাজা। উত্তরপ্রদেশের সংখ্যালঘু উন্নয়ন দফতর, ওয়াকফ বোর্ড সহ কিছু ক্ষেত্রে মুসলিম প্রতিনিধি জরুরি। সম্ভবত সে কারণেই মহসিন মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। কে এই মহসিন রাজা? কিছুদিন আগে বিজেপিতে যোগ দেওয়া এই রাজনীতিক উত্তরপ্রদেশে দলের মুখপাত্র। প্রথম শ্রেণির ক্রিকেট খেলা মহসিন খেলেছেন রঞ্জি ট্রফিতেও। বছর চল্লিশের এই ব্যক্তি গভর্নমেন্ট জুবিলি ইন্টার-কলেজ থেকে পাশ করে পড়াশোনা করেছেন লখনউ বিশ্ববিদ্যালয়ে। তবে আদিত্যনাথের মত তিনিও এই মুহূর্তে বিধায়ক নন। ৬ মাসের মধ্যে বিধানসভায় নির্বাচিত হয়ে আসতে হবে তাঁকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















