এক্সপ্লোর
Advertisement
ছেলের বিয়ে, কাশ্মীরে স্কুল ছুটি দিয়ে সাসপেন্ড প্রধান শিক্ষিকা
জম্মু: ছেলের বিয়ে, তাই একটা গোটা দিন ছুটি ঘোষণা করেছিলেন জম্মু ও কাশ্মীরের একটি স্কুলের প্রধান শিক্ষিকা। এই অভিযোগেই তাঁকে এবং স্কুলের সমস্ত কর্মীকে সাসপেন্ড করেছে শিক্ষা দফতর।
জম্মুর শিক্ষা দফতরের ডিরেক্টর সমিতা শেঠি বলেন, ছেলের বিয়েতে ছুটি ঘোষণা করায় ওই সরকারি স্কুলের সমস্ত কর্মী ও প্রধান শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে। দুর্গম এলাকার ওই স্কুলে শিক্ষার্থী সংখ্যা প্রায় ৩০০। এমন একটি স্কুলে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ছুটি ঘোষণা করেছেন ওই শিক্ষিকা। নোটিশ বোর্ড দেখে ছুটির কথা জানতে পারে সকলে।
শেঠি জানান, গোটা বিষয়টি শিক্ষামন্ত্রী নঈম আখতারকে জানানো হয় সরপঞ্চের পক্ষ থেকে। খবর পেয়েই তদন্তের নির্দেশ দেন তিনি। ওই দিনই সরকারি আধিকারিকদের স্কুলে পাঠানো হয়। তাঁরা এসে জানান, স্কুল বন্ধ। ছুটির নোটিশও ঝুলছে বোর্ডে।
শেঠি বলেন, প্রাথমিক তদন্তের পর সাসপেন্ড করা হয়েছে প্রধান শিক্ষিকা ও স্কুলের সমস্ত কর্মীকে। পরবর্তী তদন্তে তাঁদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
বিনোদনের
Advertisement