এক্সপ্লোর
Advertisement
সার্জিক্যাল স্ট্রাইকের নায়কদের কীর্তি চক্র, সেবা মেডেল
নয়াদিল্লি: নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পুরস্কার। দুঃসাহসী অভিযান চালানোয় সেনাবাহিনীর বিশেষ বাহিনী ইউনিটের ৪ ও ৯ প্যারার ১৯ জন জওয়ান শৌর্য পুরস্কার পাচ্ছেন। ৪ প্যারার মেজর রোহিত সুরি পেলেন কীর্তি চক্র। সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে দ্বিতীয় সর্বোচ্চ শান্তিকালীন শৌর্য পুরস্কারে সম্মানিত করা হল তাঁকে। সেনার যে টিমগুলি সার্জিক্যাল হানা চালিয়ে পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছিল, তাদেরই একটির নেতৃত্ব দেন সুরি। কীর্তি চক্র মরনোত্তর সম্মান হিসাবে পেলেন গোর্খা রাইফেলসের হাবিলদার প্রেম বাহাদুর রেশমি মগর।
সার্জিক্যাল অভিযানে থাকা কমান্ডিং অফিসাররা পাচ্ছেন যুদ্ধ সেবা মেডেল। ৯ প্যারার মাথায় থাকা কর্নেল কপিল যাদব ও ৪ প্যারার শীর্ষে থাকা কর্নেল হরপ্রীত সান্ধুকে দেওয়া হল যুদ্ধ সেবা মেডেল। জরুরি পরিস্থিতিতে কোনও অভিযানে বিশেষ উচ্চ মানের ভূমিকা, সেবার স্বীকৃতি হিসাবে ভারতে যতগুলি সামরিক সম্মান আছে, সেগুলির একটি এই শিরোপা। যুদ্ধের সময় বিশেষ সেবার জন্য যে বিশিষ্ট সেবা মেডেল দেওয়া হয়, তার সমান গুরুত্ব এই শিরোপার। ওই দুটি প্যারা ইউনিটের পাঁচ সদস্যও শৌর্য চক্র পেয়েছেন। ১৩ জনকে দেওয়া হয়েছে সেনা মেডেল।
প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের উরিতে সেনা ছাউনিতে জঙ্গি হামলায় ১৯ জওয়ানের মৃত্যুর পাল্টা গত সেপ্টেম্বরে নিয়ন্ত্রণ রেখা টপকে পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলির ওপর অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement