এক্সপ্লোর
Advertisement
হিজবুলেই যোগ দিয়েছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের গবেষক ওয়ানি, ঘোষণা জঙ্গি গোষ্ঠীর প্রধান সালাউদ্দিনের, কটাক্ষ ভারতকে
শ্রীনগর: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) জিওলজির গবেষক মান্নান ওয়ানির হিজবুল মুজাহিদিনে যোগ দেওয়ার জল্পনা সত্যি হল। সোস্যাল মিডিয়ায় ২৬ বছরের মান্নানের একে-৪৭ রাইফেল সহ ছবি বেরনোর পর সন্দেহ দানা বাঁধে, তিনি কোনও সন্ত্রাসবাদী সংগঠনে ভিড়েছেন। এবার পাকিস্তানে আশ্রয় পাওয়া কাশ্মীরী জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের প্রধান সৈয়দ সালাউদ্দিন বিবৃতি দিয়ে মান্নান তার বাহিনীতেই যোগ দিয়েছেন বলে জানাল।
শ্রীনগরের একটি সংবাদ সংস্থাকে দেওয়া বিবৃতিতে সে বলেছে, চাকরি-বাকরি না পেয়ে, আর্থিক সঙ্কটের জেরে কাশ্মীরের যুবকরা জঙ্গি দলে যোগ দিচ্ছে, ভারতের এই প্রচারের আড়াল থেকে আসল সত্যটা বেরল মান্নান ওয়ানির যোগদানে। কয়েক বছর ধরেই কাশ্মীরের শিক্ষিত, মেধাবী যুবকরা চলতি স্বাধীনতার লড়াইয়ে ন্যায্য পরিণতিতে পৌঁছে দিতে হিজবুল মুজাহিদিনে যোগ দিচ্ছে। ওদের স্পৃহা, উদ্যমের প্রশংসা করতেই হয়।
উত্তর কাশ্মীরের কুপওয়ারার লোলাব এলাকার তিকিপোরার বাসিন্দা ওয়ানি গত সপ্তাহ থেকে নিখোঁজ। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, গত ২ জানুয়ারি শেষ ক্লাস করেন তিনি। ৬ জানুয়ারি তাঁর দিল্লি থেকে কাশ্মীরের বাড়িতে ফেরার কথাও ছিল।
সন্ত্রাসবাদী বাহিনীতে যোগ দেওয়ার চর্চার মধ্যেই গতকাল ওয়ানিকে বহিষ্কার করা হয় এএমইউ থেকে। সিল করে দেওয়া হয় তাঁর হস্টেলের ঘর। যদিও গতকাল পুলিশ ওয়ানির হিজবুলে যোগ দেওয়ার খবর স্বীকার বা অস্বীকার, কোনওটাই করতে চায়নি, শুধু জানায়, সোস্যাল মিডিয়ায় তাঁর অস্ত্র হাতে নেওয়া ছবিটি খতিয়ে দেখা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement