এক্সপ্লোর
পাঁচকুলায় হিংসা ছড়ানোর কথা স্বীকার, হানিপ্রীতকে নিয়ে যাওয়া হল ভাটিন্ডা, শ্রী গঙ্গানগরে
![পাঁচকুলায় হিংসা ছড়ানোর কথা স্বীকার, হানিপ্রীতকে নিয়ে যাওয়া হল ভাটিন্ডা, শ্রী গঙ্গানগরে Honeypreet Taken To Bathinda Sri Ganganagar Vipasana Asked To Join Probe Tomorrow পাঁচকুলায় হিংসা ছড়ানোর কথা স্বীকার, হানিপ্রীতকে নিয়ে যাওয়া হল ভাটিন্ডা, শ্রী গঙ্গানগরে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/10/11154959/honey-preet-2-compressed1-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: গত ২৫ অগাস্ট ধর্ষণ মামলায় ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংহ দোষী সাব্যস্ত হওয়ার পর হরিয়ানার পাঁচকুলায় হিংসা ছড়ানোর কথা স্বীকার করেছেন হানিপ্রীত ইনসান। তাঁকে ভাটিন্ডা ও শ্রী গঙ্গানগরে নিয়ে যাওয়া হয়। হরিয়ানা পুলিশের বিশেষ তদন্তকারী দলের (সিট) সদস্যরা এমনই জানিয়েছেন। তদন্তকারী দলের সঙ্গে যুক্ত এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক বলেছেন, হানিপ্রীত স্বীকার করেছেন, তিনি পাঁচকুলায় হিংসা ছড়ানোর চক্রান্ত করেছিলেন। হরিয়ানা পুলিশের ডিরেক্টর জেনারেল অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।
রাম রহিম সাজা পাওয়ার পরেই উধাও হয়ে যান তার তথাতথিত দত্তক নেওয়া কন্যা হানিপ্রীত। এ মাসের ৩ তারিখ তাঁকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ। হানিপ্রীতকে জেরা করছেন তদন্তকারীরা। পাঁচকুলার হিংসা সহ রাম রহিমের বিভিন্ন কার্যকলাপ নিয়ে হানিপ্রীতের কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা চলছে। পাঁচকুলার পুলিশ কমিশনার এ এস চাওলা বলেছেন, হিংসার ঘটনায় হানিপ্রীতের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, ডেরা সচ্চা সৌদা চেয়ারপার্সন বিপাসনা ইনসানকে আগামীকাল তদন্তকারীদের মুখোমুখি হওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার বিপাসনাকে জেরা করতে চেয়েছিলেন তদন্তকারীরা। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ান বিপাসনা। সেই কারণে তাঁকে ফের নোটিস দেওয়া হল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)